মোস্তফা মহসিন,(নোয়াখালী) : নোয়াখালীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৭৮টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৮৩৯জন, গত ২৪ ঘন্টায় কবিরহাটে ০১জনসহ জেলায় মোট মৃত্যু-৫৮ জন, এবং গত ২৪ ঘন্টায় ৬২ জনসহ সুস্থ হয়েছেন ১৯৪৬ জন। নতুন করে আক্রান্তের মধ্যে সদরে-০১৮,বেগমগঞ্জে ০২, কোম্পানীগঞ্জে ০২, কবিরহাটে-০৬ ও সুবর্ণচরে-০২জন। নোয়াখালীতে সবচেয়ে বেশী করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা এবং জেলা শহরসহ সদর উপজেলা। সদরে সর্বোচ্চ ৮২৪ জন এবং বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩৯জন। বেগমগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সর্বোচ্চ-২৩ জন। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা অশিম কুমার দাশ জানান, অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই এখানে দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। নোয়াখালীতে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যায় বেগমগঞ্জে ৭৩৯জন, সদরে সর্বোচ্চ-৮২৪জন, চাটখিলে-১৫২জন, সোনাইমুড়ীতে-১৫১জন, কবিরহাটে-৩৩৯জন, কোম্পানীগঞ্জে-২১২জন, সেনবাগে-১২৮জন, সুবর্ণচরে-২০০ জন ও হাতিয়ায় -৯৩ জনসহ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৮৩৯ জন। সচেতন মহলের মতে অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই নোয়াখালীতে দিনদিন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। (আজ) ২৩ জুলাই সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন, গত ২০ ও ২১ই জুলাই তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ২২ই জুলাই রাতে তাদের রিপোর্ট আসলে তাতে নতুন করে আরও ৩০ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৭ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে, বতমানে করোনা পরীক্ষার কিট সংকট এবং অক্সিজেন, আইসিইউ, চিকিৎসা সামগ্রী, ডাক্তার-নাস সংকটসহ পযাপ্ত দক্ষজনবলের অভাব রয়েছে এখানে। ফলে পরীক্ষা কমসহ এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে নোয়াখালীবাসী।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে -এমপি হেলাল
- » কমলনগরে বিকল্পধারার নেতার বিরুদ্ধে মানববন্ধন
- » মঠবাড়িয়ায় মসজিদ ও মাদ্রাসা মাঠের মাটি কেঁটে নিল এক ভূমিদস্যু ॥ থানায় জিডি
- » অন্যের ক্ষতি করার অধিকার কারও নেই: সজীব ওয়াজেদ জয়
- » নাসিরনগরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
- » লোহাগড়ায় সমিতির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, থানায় অভিযোগ দায়ের
- » এমপি তন্ময়র সাথে বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
- » আশুলিয়া প্রেস ক্লাবের নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরেপেক্ষ হয়েছে : অপু ওহাব
- » নড়াইলে পুলিশের লাঠিচার্জে প্রতিবন্ধিসহ আহত ৯ জন
- » কলাপাড়ায় ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার