জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিধি মেনে বসবে কোরবানীর পশুর হাট, কোরবানীর পশু কেনা-কাটায় সামাজিক দুরত্ব বজায় রাখতে থাকবে প্রশাসনের কঠোর নজরদারী। সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রয়োজনে হাটের পরিধি বাড়ানোর দাবী স্বাস্থ্য সচেতন মানুষের। লোহাগড়া পশুহাটসহ শিয়রবর, দিঘলিয়া, লাহুড়িয়া হাটসহ মোট ৪টি পশুর হাট রয়েছে। প্রতি বছর কোরবানি ঈদকে সামনে রেখে এসব হাটে দেশের বিভিন্ন জেলা থেকে পশু ব্যবসায়ীরা গরু, মহিষ, উট, ছাগল ভেড়াসহ বিভিন্ন প্রকার পশু বিক্রি করতে আসে। যার ফলে হাট গুলো ব্যাপক জনসমাগম হয়ে থাকে। কিন্তু এ বছর বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারির কারনে সেটা সম্ভব নয়। সুত্রে জানাগেছে, ব্যাপক জনসমাগম এড়াতে এ বছর শুধু মাত্র স্থানীয় খামারি ও স্থানীয় ব্যাবসায়ীদের নিয়ে বসবে কোরবানির পশুর হাট।লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হলে যেখানে সেখানে পশু হাট বসানো যাবে না। সরকারি নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে নির্ধারিত জায়গায় পশু হাট বসানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন মাস্ক ছাড়া কোন লোক পশুর হাটে প্রবেশ করতে পারবেন না। এবং সরকারি নির্দেশনা যাতে মানা হয় তার জন্য কার্যকরী আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে। লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন বলেন, লোহাগড়া উপজেলার সম্মান বজায় রাখতে এখন একটাই চ্যালেঞ্জ করোনা প্রতিরোধ করা। আর করোনা প্রতিরোধ করতে গেলে অবশ্যই কোথাও জনসমাগম করা যাবে না। তাই জনসমাগম এড়িয়ে সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রয়োজনে হাটের পরিধি বাড়িয়ে উপজেলায় কোরবানির পশু হাট বসানো হবে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন, ঈদে ক্রেতারা যেন নির্ভয়ে কেনা কাটা করতে পারে সে জন্য শহর জুড়ে আইন শৃংখলা বাহিনীর দ্বারা নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। তিনি আরো বলোন, লোহাগড়া সরকারী আদর্শ কলেজ মাঠে কোরবানীর পশুর হাট ২২ জুলাই থেকে প্রতিদিন কোরবানীর পশু ক্রয়- বিক্রয় হবে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কেশবপুরে শুরু হয়েছে বোরো আবাদের প্রস্তুতি : হালের মই টানছে মানুষে
- » শৈলকুপা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী
- » সিরাজগঞ্জে বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
- » শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যার ৫ ঘন্টা পর অপর প্রার্থীর লাশ উদ্ধার
- » ঝিনাইদহে ‘ভরসার নতুন জানালা’ উদ্যোক্তা কৃষক সম্মেলন অনুষ্ঠিত
- » কলাপাড়ায় বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা
- » কমলনগরে নবজাতকের লাশ কুকুরের টানাহেঁচড়া
- » কৃষি পন্য বহনে চালু হচ্ছে রেলওয়ে সংযোজনে অত্যাধুনিক নতুন লাগেজ ভ্যান
- » কুষ্টিয়ায় দাদা-দাদির কবরের পাশে শায়িত স্কুলছাত্রী আনুশকা নুর: শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
- » আশুলিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন