আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শোভনালীতে এক অসহায় বিধবার মৎস্য ঘরের নেট পাটা ছিড়ে ছুটে মাছ লুটপাট ও জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শোভনালী ইউনিয়নের বাটরা গ্রামের মৃত. জোহর আলী গাজীর স্ত্রী অসহায় বিধবা জরিনা খাতুন বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগে জানাগেছে, স্বামীর মৃত্যুর পর বাটরা মৌজার পৈত্রিক ৪ শতক ও ডিডকৃত ১১ শতক, মোট ১৫ শতক জমিতে দীর্ঘদিন তার পরিবার মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। এরই মধ্যে একই এলাকার মৃত. গফ্ফার সানার পুত্র শহিদুল ইসলাম ভুট্ট, আমেনা খাতুন ও ইউসুফ গাজী গংরা ঘের জবর দখলের পায়তারা করলে জরিনা খাতুন বাদী হয়ে গত ৪ জুন আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরী করে। এ ব্যাপারে এএসআই মোকাদ্দেস হোসেন সাধারণ ডায়েরীটি প্রসেসিং করে অপরাধ তদন্তের অনুমতি চেয়ে আমলী আদালত, আশাশুনির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বরাবর আবেদন করলে আদালত তদন্তের জন্য মঞ্জুর করেছেন বলে জানাগেছে। ডায়েরীর ঘটনা জানতে পেরে প্রতিপক্ষ ভুট্ট গংরা ফুসে উঠে সংঘবদ্ধ হয়ে ২০ জুলাই সকাল ১১ টার দিকে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বিধবা জরিনা খাতুনের ঘেরে অনধিকার প্রবেশ করে নেট পাটা ছিড়ে-ছুটে মাছ লুটপাট করে। জরিনা খাতুন জানতে পেরে মৌখিকভাবে প্রতিবাদ করলে কথা-কাটাকাটির এক পর্যায়ে ভুট্ট গংরা জরিনা খাতুনকে বেধড়ক মারপিট করে আহত করে এবং বেআব্রুম করে শ্লীতাহানির চেষ্ট করে। এ সময় জরিনার ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন আসলে জিডি তুলে না নিলে দুনিয়া থেকে সরিয়ে দেবে বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়। এ ঘটনায় অসহায় বিধবা জরিনা খাতুনসহ ভূক্তভোগী পরিবারটি নিরাপত্তা হীনতায় ভূগছেন বলে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » তেঁতুলিয়ায় দখলে থাকা পৈতৃক সূত্রে প্রাপ্ত খাসজমি সুলতান আলী ও তার স্ত্রী সোনাবানুর নামে বন্দোবস্ত
- » সুন্দরগঞ্জে ২শ’৭২ পরিবারে জমিসহ গৃহ হস্তান্তর
- » কালীগঞ্জের গ্রামীণ সড়ক অবৈধ ট্রলি ট্রাক্টরের দখলে অতিষ্ঠ পথযাত্রি
- » ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরে অভিযানে ২য় দিনে গুড়িয়ে দেওয়া হলো ১০ টি অবৈধ ইটভাটা
- » ঝিনাইদহে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- » শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
- » রামগঞ্জ পৌরসভা নির্বাচন প্রচার-প্রচারণায় এগিয়ে আ.লীগ!!
- » পায়রা বন্দরের ৭৫ কিমি দীর্ঘ রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বজায় রাখতে জরুরি রক্ষণাবেক্ষন ড্রেজিং উদ্বোধন
- » মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রে যাচ্ছে ইভিএম, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী
- » নাসিরনগর গোয়ালনগরে মোটর সাইকেল চালকদের কাছে অসহায় এলাকাবাসী