সাতক্ষীরা প্রতিনিধি : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জন মেডিকেল কলেজ হাসপাতালের অইসোলেশনে ও এক জন মেডিকেলে ভর্তির আগেই মারা গেছেন। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত থেকে ভোর ৬ টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ওবায়দুরনগর গ্রামের মৃত আছিরউদ্দিন মোড়লের ছেলে আব্দুর রহিম (৭০), সদর উপজেলার ব্রক্ষরাজপুর গ্রামের মৃত নেতাই চন্দ্রের ছেলে সুভাষ চন্দ্র (৬৪) ও দেবহাটা উপজেলার কুলিয়া শ্রীরামপুর গ্রামের দাউদ আলীর ছেলে আলাউর কবির (৫০)। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান,গত ১৮ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন আব্দুর রহমান। এরপর বুধবার ভোর ৪টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, গতকাল ২১ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন সুভাষ চন্দ্র। এরপর বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তিনিও সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে, করোনার উপসর্গ নিয়ে ভোর ৬ টার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন আলাউর কবির। সেখানে ভর্তি হওয়ার আগেই তিনি মারা যান। ডাঃ রফিকুল ইসলাম আরো জানান, মারা যাওয়ার পর তাদের তিন জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে তাা লাশ দাফন ও সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত
- » বিরল উপজেলা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর শীত বস্ত্র বিতরণ
- » সাগরদাঁড়ীতে মধুমেলা উদযাপন উপলক্ষে যশোরে প্রস্ততি সভা অনুষ্ঠিত
- » সাংবাদিক-মুক্তিযেদ্ধা আবু সাঈদ খানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন
- » কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
- » কালীগঞ্জ ইমারত শ্রমিকদের ভোট অনুষ্ঠিত
- » কালীগঞ্জে জেলা পরিষদের পক্ষ থেকে মসজিদ উন্নয়নের টাকা জমিদানকারীর হাতেই তুলে দেয়া হলো
- » মোংলায় বিএনপির মেয়র প্রার্থীর ৫৬ দফা ইশতিহার ঘোষণা
- » ষাটগম্বুজের ঘোড়া দীঘিতে ৫২টি সুন্ধি কচ্ছপ অবমুক্ত
- » ঝিনাইদহে ‘ভরসার নতুন জানালা’ উদ্যোক্তা কৃষক সম্মেলন অনুষ্ঠিত