এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় নিজের আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়ে অন্যের করোনার নমুনা সংগ্রহ করতে গিয়ে নিজেকে আলাদা থাকতে হচ্ছে স্বজন ও বন্ধুবান্ধব থেকে। এরপরও সেচ্ছাপ্রনোদিত হয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে চলেছেন ল্যাব টেকনোলজিষ্ট বিধান মন্ডল (২৪)। তিনি সাউথ পপুলার ডায়াগনষ্টিক ল্যাবে ল্যাব টেকনোলজিষ্ট হিসেবে কাজ করেছেন। দরিদ্র পরিবারের একজন সদস্য হয়ে জীবনের ঝুকি নিয়ে সেসেচ্ছাপ্রনোদিত হয়ে কলাপাড়ায় সাউথ পপুলার ডায়াগনষ্টিক ল্যাবে সল্প বেতনে কর্মরত থেকেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করে বিগত দুই মাস ধরে করোনা রোগীর নমুনা দক্ষতার সঙ্গে সংগ্রহ করে হাসপাতালে জমা দিয়ে চলেছেন ল্যাব টেকনোলজিষ্ট বিধান মন্ডল। তার পিতা কলাপাড়া কৃষি সম্প্রসারণ বিভাগে কর্মরত একজন সামান্য বেতন ভোগী সরকারী কর্মচারী সুভাষ মন্ডল। ল্যাব টেকনোলজিষ্ট বিধান মন্ডল একজন সদালাপি, সরল ও উত্তম চরিত্রের অধিকারী। পেশায় আন্তরিক, সময়ানুগ, পরীক্ষা ও নমুনা সংগ্রহ কাজে সুনিপুন ও দায়িত্বের প্রতি সদয় সচেতন। তিনি ইঞঊই(উযধশধ) হতে ল্যাবরেটরি বিষয়ে দক্ষতা ও সফলতার সংগে ডিপ্লোমা সম্পন্ন করেন। পাঁচ বছর আগে। সরকারী পৃষ্ঠপোশকতা পেলে বিধান মন্ডল জনস্বার্থে তার কর্মদক্ষতা আরও বৃদ্ধি করতে সক্ষম হবেন বলে তিনি জানান। জানাগেছে, এ উপজেলায় করোনার সংক্রামন দেখা দেওয়ার পর তিনি দুই মাসে ১৮০ এর উপরে নমুনা সংগ্রহ করেছেন। এখনও তিনি সেচ্ছাসেবক হিসাবে উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নমুনা সংগ্রহ করে যাচ্ছেন।
এ ব্যাপারে সাউথ পপুলার ডায়াগনষ্টিক ল্যাবের মালিক মাহতাব হোসেন হাওলাদার বলেন, করোনাকালীন সময় এ দুর্যোগ সময় সে মানবতার পরিচয় দিয়েছে, সে একজন করোনার যুদ্ধ বলা যায়, কারণ যেকোন সময় হাসপাতাল থেকে করোনার নমুন সংগ্রহ করার জন্য তাকে বলা হলে তার যেকোন কাজ কে ফেলে ছুটে যায় মানব সেবায়।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত
- » বিরল উপজেলা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর শীত বস্ত্র বিতরণ
- » সাগরদাঁড়ীতে মধুমেলা উদযাপন উপলক্ষে যশোরে প্রস্ততি সভা অনুষ্ঠিত
- » সাংবাদিক-মুক্তিযেদ্ধা আবু সাঈদ খানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন
- » কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
- » কালীগঞ্জ ইমারত শ্রমিকদের ভোট অনুষ্ঠিত
- » কালীগঞ্জে জেলা পরিষদের পক্ষ থেকে মসজিদ উন্নয়নের টাকা জমিদানকারীর হাতেই তুলে দেয়া হলো
- » মোংলায় বিএনপির মেয়র প্রার্থীর ৫৬ দফা ইশতিহার ঘোষণা
- » ষাটগম্বুজের ঘোড়া দীঘিতে ৫২টি সুন্ধি কচ্ছপ অবমুক্ত
- » ঝিনাইদহে ‘ভরসার নতুন জানালা’ উদ্যোক্তা কৃষক সম্মেলন অনুষ্ঠিত