চিত্তরঞ্জন সাহা চিতু চুয়াডাঙ্গা থেকে : আলমডাঙ্গার মুন্সিগঞ্জ মদন বাবুর মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তার দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হতে চলেছে। চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদের মহতি উদ্যোগে যান জটের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে এই রাস্তা দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ। এ বিষয়ে রাস্তার পাশের জমির মালিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে,আলমডাঙ্গার মুন্সিগঞ্জ মদনবাবুর মোড় থেকে রেল গেট পর্যন্ত রাস্তাটি অত্যন্ত সরু হওয়ায় দীর্ঘদিন ধরে যানজটের কবলে নাকাল হয়ে আসছে বাস ট্রাকসহ অসংখ্য যানবাহন। নিত্য দিনের এই দুর্ভোগে অতিষ্ঠ হয়ে পড়েন এই রাস্তা দিয়ে চলাচল করা হাজার হাজার মানুষ। এ দুর্ভোগের কথা বিবেচনা করে এটা লাঘবে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও প্রশাসন উদ্যোগ গ্রহণ করেন। এদিকে আলমডাঙ্গায় যোগদানের পর থেকেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী কয়েক মাস ধরে চেষ্টা করছিলেন রাস্তার এই যান জট কিভাবে নিরসের করা যায়। তিনি একাধিক বার মুন্সিগঞ্জের ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। আলোচনা করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে। অবশেষে এমপির ঐকান্তিক প্রচেষ্টায় এই সমস্যার সমাধান হতে চলেছে। এ বিষয়ে গত শনিবার এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন জোয়ার্দ্দারের বাসায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন,আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মকবুলার রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান পুলক ও বিশিষ্ট ব্যবসায়ি শ্যামসুন্দর আগরওয়ালা, ক্যাবল মিয়া।
বৈঠকে রাস্তার পাশের জমির মালিক মকবুলার রহমান ও শ্যামসুন্দর আগরওয়ালার। তারা উভয়েই জনগনের সুবিধার্থে রাস্তা প্রসস্থ করার বিষয়ে জমি দেবার কথা ঘোষনা করেন। জেহালা মোড়ে এমপি ছেলূন জোয়ার্দ্দার এ বিষয়ে স্থানীয় ব্যবসসায়ীদের সাথে মত বিনিময় করেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত
- » বিরল উপজেলা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর শীত বস্ত্র বিতরণ
- » সাগরদাঁড়ীতে মধুমেলা উদযাপন উপলক্ষে যশোরে প্রস্ততি সভা অনুষ্ঠিত
- » সাংবাদিক-মুক্তিযেদ্ধা আবু সাঈদ খানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন
- » কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
- » কালীগঞ্জ ইমারত শ্রমিকদের ভোট অনুষ্ঠিত
- » কালীগঞ্জে জেলা পরিষদের পক্ষ থেকে মসজিদ উন্নয়নের টাকা জমিদানকারীর হাতেই তুলে দেয়া হলো
- » মোংলায় বিএনপির মেয়র প্রার্থীর ৫৬ দফা ইশতিহার ঘোষণা
- » ষাটগম্বুজের ঘোড়া দীঘিতে ৫২টি সুন্ধি কচ্ছপ অবমুক্ত
- » ঝিনাইদহে ‘ভরসার নতুন জানালা’ উদ্যোক্তা কৃষক সম্মেলন অনুষ্ঠিত