কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিলিভার ডিপো এ আর ট্রেডাসে আবারো দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অফিসের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে ৭ টি ট্যাব ও নগদ টাকা সহ প্রায় দু’লাখ টাকার মালামাল নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের ফুড গোডাউনের সামনে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে সকালেই থানা পুলিশ ঘটনাস্থলে এসে অফিস পরিদর্শন করেছেন। উল্লেখ্য, গত বছরের ৩ নভেস্বর রাতে ওই অফিসে এক দুঃসাহসিক ডাকাতি সংঘঠিত হয়েছিল। ইউনিলিভারের কালীগঞ্জ ডিপো এ আর ট্রেডার্সের ম্যানেজার কবির হোসেন ডিপো অফিসের সিসি ক্যামেরায় রেকর্ডকৃত চিত্রের বর্ণনা দিয়ে জানান, রাত ২টা ১৬ মিনিটে চোরেরা অফিসের ২য় তলার পেছনের জানালার গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। একজন মুখোশধারী চোর প্রথমেই রুমের কয়েকটি সিসি ক্যামেরা উল্টে দেয়। এরপর অফিসের একাধিক ক্যাশ টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ প্রায় ২০ হাজার টাকা ও পাশের রুমের দরজা ভেঙ্গে সেলসম্যানদের রাখা ৭ টি ট্যাব নেয়। তিনি আরো জানান, চোরেরা অফিসের টাকার মুল ভোল্ট ভাংতে না পারলেও তাদের প্রায় ২ লাখ টাকার মালামাল খোয়া গেছে। চুরির ঘটনায় থানাতে একটি অভিযোগ দিয়েছেন। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান জানান, চুরির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছেন, বিষয়টি তদন্তপূর্বক দ্রুত ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাগেরহাটে ৪ কেজি গাজাসহ আটক-১
- » কলাপাড়ায় নিজের জমিতে দোকান ঘর তুলতে গিয়ে হামলার শিকার এক কৃষক
- » ডুমুরিয়ায় এক গৃহবধূকে কুপিয়ে জখম
- » মুজিব বর্ষে মাথা গোজার ঠাই পেলেন কালীগঞ্জের ১২ টি ভূমিহীন পরিবার
- » বাগেরহাটে ১৯টি হরিণের চামড়াসহ আটক -২
- » জামালপুরের ইসলামপুরে ভুয়া মুক্তিযোদ্ধা সন্তান ও ভুয়া সনদধারী শহিদুল্লাহ গ্রেপ্তার
- » নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- » কুষ্টিয়া সীমান্তে মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি
- » র্যাব ও বন বিভাগের অভিযানে বাঘের চামড়াসহ এক চোরা শিকারি আটক
- » কলাপাড়ায় গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার