সাতক্ষীরা প্রতিনিধি : অবশেষে বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেফতার করেছে র্যাব। বোরকা পরিহিত অবস্থায় বুধবার ভোর ৫ টা ২০ মিনিটে র্যাবের বিশেষ অভিযানে দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর সীমান্ত থেকে একটি অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি জনৈক বাচ্চু দালালসহ কয়েকজন দালালের মাধ্যমে সীমান্ত নদী ইছামতি দিয়ে নৌকায় ভারতে পালিয়ে যাচ্ছিলেন। এসময় আগে থেকে নজরদারিতে রাখা সাহেদ করিমকে র্যাব-৬, সাতক্ষীরা ক্যা¤প কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রশিদের নেতৃত্বে র্যাবের একটি চৌকসদল দল চ্যালেঞ্জ করেন। পরে তাকে গ্রেফতার করেন বলে র্যাবের এডিজি অপারেশন কর্ণেল তোফায়েল আহমেদ সাতক্ষীরা স্টেডিয়ামে এক প্রেসব্রিফিং এসব কথা জানান। তিনি বলেন, তার কাছ থেকে এ সময় একটি অবৈধ পিস্তল ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। তাকে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এনিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান। প্রেসব্রিফিং শেষে সকাল ৮ টায় তাকে র্যাবের দুটি হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এর আগে গত কয়েকদিন ধরে তাকে গ্রেফতারের জন্য সাতক্ষীরার আইনশৃংখলা বাহিনী সদস্যরা বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালায়। উল্লেখ্য, গত ৬ জুলাই উত্তরায় রিজেন্ট হাসপাতালে ভুয়া করোনা টেস্টের অভিযোগে র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরোয়ার আলম অভিযান পরিচালনা করার পর থেকে সাহেদ করিম পলাতক ছিলেন। র্যাব অভিযান চালিয়ে ভুয়া করোনা টেস্ট রিপোর্ট প্রদান ও হাসপাতালে অব্যবস্থাপনার অভিযোগে রিজেন্ট হাসপাতাল উত্তরা ও মিরপুর শাখা দুইটি সিলগালা করে দেয়। সাহেদ করিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে সারা দেশে ৫৬টি প্রতারণার মামলা রয়েছে। এ ছাড়া একজন এসএসসি পাস হয়ে সমাজের উচ্চ স্তরের বিভিন্ন ব্যক্তির সঙ্গে ছবি তুলে তা ফেসবুকে দিয়ে প্রতারণার কৌশল করেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কুষ্টিয়া সীমান্তে মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি
- » র্যাব ও বন বিভাগের অভিযানে বাঘের চামড়াসহ এক চোরা শিকারি আটক
- » কলাপাড়ায় গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার
- » কালীগঞ্জের ইউপি চেয়ারম্যান নাসির ও তাঁর দুই স্ত্রীরসহ ১১ টি ব্যাংক হিসাব জব্দ
- » নোয়াখালীতে বিবস্ত্র করে চিকিৎসক ও গৃহবধু নির্যাতন, গ্রেপ্তার-৫
- » জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত – ৭
- » গাইবান্ধা পৌরসভায় পুলিশের গাড়িতে আগুন
- » পুলিশের অভিযানে চোর ডাকাত গ্রেপ্তার,জনতার মাঝে অনেকটা স্বস্তির নিঃশ্বাস।
- » আশাশুনিতে রোপনকৃত ৫০টি গাঁজা গাছসহ এক পুজারী আটক
- » মান্দায় ভূট্রার ক্ষেত থেকে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার