নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদ কর্তৃক সড়ক সংস্কার কাজে দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে। সরজমিন জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০১৯-২০ অর্থ বছরের কাবিখা প্রকল্পের আওতায় নলদী ইউনিয়ন পরিষদের অধীনে নখখালী পাকা রাস্তা হতে সমশের শেখ-এর বাড়ি পর্যন্ত ইটের ফ্লাট সলিং দ্বারা সড়ক সংস্কার বাবদ ১০ মে. টন গম বরাদ্দ দেয়া হয়। এলাকাবাসীর অভিযোগ নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা’র প্রচেষ্টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে এ সড়ক সংস্কারে ১০ মে. টন গম বরাদ্দ দেয়া হয়। ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা ও ইট দেখিয়ে ক্ষোভের সঙ্গে আরো বলেন, বরাদ্দকৃত সমুদয় গম উত্তোলন করা হলেও ৫০০ ফুট রাস্তায় ইটের ফ্লাল সলিং এ জায়গায় ৪০০ ফুট, পাশে ৮ ফুটের পরিবর্তে সাড়ে ৬ ফিট, অতি নি¤œমানের ইট ও তিন ইঞ্চি বালুর পরিবর্তে আধা ইঞ্চি দিয়ে রাস্তার কাজ করা হয়েছে। মানুষ যাতে ইটের মান বুঝতে না পারে তার জন্য কৌশল হিসাবে বালু ও মাটি দিয়ে রাস্তা ঢেকে দেয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য টিক্কা শিকদার বলেন, এ কাজের পিআইসি দরি-মিঠাপুর গ্রামের ইকবল বিশ্বাস। ইকবল বিশ্বাসকে ভালো ইট দিয়ে কাজ করার অনুরোধ করলেও তিনি তা-করেননি। পিআইসি ইকবল বিশ্বাস বলেন, তিনি নামেমাত্র পিআইসি যা করার সবকিছু করেছেন চেয়ারম্যান। এ ব্যাপারে নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখী কাজে দুর্নীতি অনিয়মের কথা অস্বীকার করে বলেন, ১০ মে টন গম বিক্রি করে ১ লাখ ৯০ হাজার টাকা পাওয়া গেছে। এই টাকা দিয়ে প্রায় ৪০০ ফুট রাস্তা করা হয়েছে। আর এলাকায় ভালো ইট না পাওয়ায় মাগুরার মহম্মদপুর থেকে প্রতি হাজার ইট ৮ হাজার টাকা করে ১৩ হাজার ইট কেনা হয়েছে। এর সঙ্গে ৮ গাড়ি বালু, মিস্ত্রি ও লেবার খরচ এবং অফিসের খরচ দিয়ে যে কাজ করা হয়েছে, তাতে কাজ শেষে খুব বেশি টাকা বেঁচে থাকার কথা না। এদিকে কাজে দুর্নীতি অনিয়মের অভিযোগ এনে স্থানীয়রা লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র বলেন, কাজের মান সন্তোষজনক না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » মেহেরপুর প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
- » কমলনগরের ২০ পরিবার পেল আশ্রায়ন-প্রকল্পের ঘর
- » টিসিবির পেঁয়াজ কান্ড জনপ্রতি ১২ কেজি পেয়াজ না নিলে দিচ্ছেন না তেল, চিনি ও ডাল
- » ২৬৪ পরিবার জামালপুরের মেলান্দহে পেল পাকা ঘড়
- » ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম উকিলের ইন্তেকাল
- » মঠবাড়িয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক-৪৩
- » কেশবপুরে ফতেপুর মাদরাসার ট্রাস্ট সম্পত্তি অবৈধ দখলে ॥ উদ্ধার দাবিতে বিক্ষোভ
- » নাসিরনগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান
- » ফরিদপুরে মুজিব শতবর্ষে ১৪৪০ গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরন
- » মুজিববর্ষে শেখ হাসিনার উপহার বাগেরহাটে ৪৩৩টি বাড়ি পেল পরিবার