ডেস্ক রিপোর্ট : করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির দাবি, এটি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের সফল পরীক্ষা। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই করোনার এই ভ্যাকসিন বাজারে ছাড়তে চলেছে রাশিয়া। এরই মধ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ করে ফেলেছে রাশিয়া! রবিবার রাশিয়ার সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তাদের তৈরি করোনার ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ হওয়ার খবর জানান। সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির ভ্যাকসিন গবেষণা দলের প্রধান ভাদিম তারাসভ জানান, স্বেচ্ছাসেবকের প্রথম দলটিকে ১৫ জুলাই এবং দ্বিতীয় দলটিকে ২০ জুলাই পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। অর্থাৎ ২০ জুলাইয়ের মধ্যেই এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হবেন বিজ্ঞানীরা। রাশিয়ার গামালি ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই ভ্যাকসিন। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, অগাস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই রুশ বিজ্ঞানীদের তৈরি করোনার ভ্যাকসিন বাজারে ছাড়ার তোড়জোড় শুরু করে দিয়েছে রাশিয়া। গামালি ইনস্টিটিউটের ডিরেক্টর আলেকজান্ডার গিনস্টবার্গ দেশটির সংবাদমাধ্যমকে জানান, ১২ থেকে ১৪ অগাস্টের মধ্যেই এই ভ্যাকসিন বাজারে ছাড়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সংস্থাটি। তিনি আশা করছেন, খুব শিগগিরই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » উগান্ডায় ৬ষ্ঠ বারের মতো প্রেসিডেন্ট হলেন সেই স্বৈরশাসক
- » ট্রাম্পের অভিশংসন চান ন্যান্সি পেলোসি
- » ট্রাম্পকে হুশিয়ারি, সামরিক চাপের জবাব দিতে প্রস্তুত ইরান
- » দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার
- » জার্মানিতে গোলাগুলিতে গুরুতর আহত ৪
- » চলতি বছর যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের আশ্রয়কেন্দ্রগুলোতে ১৯জন আশ্রয়প্রার্থী মারা গেছেন
- » ইমরান বিরোধীরা ফের রাস্তায়, লংমার্চ ঘোষণা
- » করোনার চেয়েও ‘ক্ষুধার মহামারী’ ভয়ঙ্কর হতে পারে : ডব্লিউএফপি
- » যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ৩ হাজারের বেশি প্রাণহানি
- » মাস্ক না পরায় বিমান থেকে নামিয়ে দেয়া হলো মার্কিন নারীকে