আহসান হাবিব, আশাশুনি ব্যুরো: আশাশুনি থানায় লিখিত অভিযোগ করতে টাকাতো দুরের কথা উল্টো খাদ্য সামগ্রী হাতে বাড়ী ফিরলেন বলাবাড়িয়ার দিপংকর সরকার। কথিত আছে পুলিশ কারো বন্ধু বা স্বজন হয় না। সেটা আজ বিলিন করে উচ্চ গনিতের সূত্রে ধরে উল্টো মানুষের সেবক বা বিনা খরচে বন্ধুর নির্যাতিতের পাশে দাড়াতে শুরু করেছে। পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে নানামুখি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবির পুলিশের উচ্চ পদস্থ কর্তৃক বরাদ্ধকৃত খাদ্য সহায়তা বিতরণ করছেন সম্প্রতি ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ উপজেলার অধিকাংশ পরিবার ও কোভিট-১৯ এর বিধি নিষেধ মেনে চলা অসহায় পরিবারের মাঝে। আর এ সহায়তা থেকে বাদ পড়ছেন না থানায় অভিযোগ দিতে আসা নির্যাতিত পরিবার গুলিও। তিনি উপজেলার ১১ ইউনিয়নের জনপ্রতিনিধি ও বিভিন্ন সোর্সের মাধ্যমে ক্ষতিগ্রস্থ ও অসহায় পরিবারের তালিকা তৈরী করে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী প্যাকেট করা ১০ কেজি করে আটা অফিসার ইনচার্জ গোলাম কবির সঙ্গিয় ফোর্স ও অন্যান্য পুলিশ অফিসারদের সাথে নিয়ে স্ব স্ব এলাকায় গিয়ে বিতরণ কার্যক্রম চালাচ্ছেন। অফিসার ইনচার্জ গোলাম কবির থানায় যোগদান করার পর থেকে এসআই হাসানসহ কয়েকেজন পুলিশ অফিসারের পরামর্শে ও সহযোগীতায় খাদ্য সহায়তা বিতরণ, কোন প্রকার আর্থিক সুবিধা ছাড়া জিডি ও অভিযোগ গ্রহন করা চালু করেছেন। তাইতো ইতোমধ্যেই তিনি সকল মহলে প্রশংসিত হয়েছেন। জানাগেছে, সোমবার সকালে আশাশুনি সদরের বলাবাড়িয়ার স্বর্গীয় সুখপদ সরকারের ছেলে দিপংকর সরকার ও স্ত্রী ময়না রানী থানায় লিখিত অভিযোগ করতে গেলে অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির খোঁজ নিয়ে জানতে পারেন অভিযোগকারীরা গরিব ও অসহায়। তিনি তাদের নিকট কোন প্রকার আর্থিক সুবিধা ছাড়াই অভিযোগ গ্রহন করত তাদের দু’জনকেই দু’প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় থানা পুলিশের অফিসারবৃন্দ ও আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » প্রখ্যাত শমিকলীগ নেতা শেখ শহিদুল হকের ১৭তম মৃত্যু বার্ষিকী আজ
- » আশাশুনির কল্যাণপুরে গুচ্ছগ্রাম পরিদর্শন করেছেন ইউএনও
- » কমলনগরে খাদ্যে ভেজাল রোধের লক্ষে মতবিনিময়
- » কুয়াকাটায় সাঁতার কাটতে গিয়ে পর্যটকের মৃত্যু
- » সাপাহারে রক্তদাতা সংগঠনের সার্বিক তত্ত্বাবধায়নে শীতবস্ত্র বিতরণ
- » সুন্দরগঞ্জে ইউপি সদস্য পদে উপ-নির্বাচনের গণবিজ্ঞপ্তি
- » ভান্ডারিয়ায় সড়কে প্রাণ গেল ট্রলি ট্রাক চালকের
- » কেশবপুরে মাঘের হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত
- » দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক-সম্পাদকের মৃত্যুতে লোহাগড়ায় শোকসভা
- » কালীগঞ্জে অসুস্থ্য শিশু সাজিমের চিকিৎসায় পাশে দাড়ালেন সাংসদ কন্যা ডরিন