মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে নতুন করে আরও ৬ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর আক্রাক্তের সংখ্যা ছড়িয়েছে ১৭৬ জনের।
১২ জুলাই/২০২০ রোববার রাতে নতুন করে ৬জনের করোনা ভাইরাস সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান।
এদিকে প্রশাসন ওই ৬ জনের করোনা সনাক্তের নমুনার রিপোর্ট পজেটিভ পাওয়ার পরপরই তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে রেখেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে করোনা সনাক্ত হওয়া ব্যক্তিদের গত ১০ জুলাই তাদের সবার নমুনা সংগ্রহ করে দিনাজপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে প্রেরণ করলে ১২ জুলাই রাতে ৬ জনের নমুনার রিপোর্ট পজেটিভ আসে। জানা গেছে , নতুন করে সনাক্ত হওয়া ৬ জনের মধ্যে ১ জন সদর উপজেলা পুলিশ লাইল এলাকার, ১ জন কলেজ রোড এলাকা ও পাটোয়ারী পাড়া এলাকায় ১ জন এবং অন্য ৩ জনের মধ্যে ১ জনের বাড়ি বোদা উপজেলায়,১ জনের বাড়ি দেবীগঞ্জ উপজেলায় ও ১ জনের বাড়ি আটোয়ারী উপজেলায়। তারা সবাই সুস্থ্য ও নিজ বাড়িতে আছেন।
তবে এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তে ৪ জনের মৃত্যু হলেও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৩৭ জন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সরকার করোনায় মধ্যেও সরকার অর্থনীতির চাকা সচল রেখেছেন : আওরঙ্গজেব কামাল
- » মোংলা পোর্ট পৌরসভায় নির্বাচনি সহিংসতায় কাউন্সিলর প্রার্থীসহ নারীসহ আহত- ৮
- » ঢাকার বর্তমান ও সাবেক মেয়রের বাকবিতান্ডা দলকে সু-সংগঠিত করবে- এলজিআরডি মন্ত্রী
- » ভোটের দুদিন আগে করোনায় সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থীর মৃত্যু
- » শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নির্মান শ্রমিক ৬ জন নিহত,গুরতর আহত-৩
- » কলাপাড়ায় মেয়র পদে বিএনপি’র প্রার্থী হাজী হুমায়ুন সিকদার
- » শেখ হাসিনা কিছু তৈরী করে দেখিয়েছেন, আওয়ামীলীগ সরকার যা বলে, তাই করে : এবিএম মোস্তাকিম।
- » কয়েকটি সংবাদপত্রে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এমন শিরোনাম ভুলভাবে প্রকাশিত
- » খুলনা নগরীর বিভিন্ন রুটে গণপরিবহন(বাস) চালু ও কেডিএ-এর ভাঙ্গা সড়ক সংস্কারের দাবী
- » নাটের গুরু নোয়াখালীর ডিসি: ওবায়দুল কাদেরের ভাই