জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাটের কালাইয়ে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া, দুঃস্থ ও অসচ্ছল মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন, আলু ও হাত ধোয়ার সাবান সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস্ কালাই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’ সিডিপি এর আয়োজনে কালাই জিন্দারপুর ইউনিয়নের ২৬৯ টি পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, জিন্দারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া, কালাই সিডিপি ম্যানেজার মোঃ শারাফাত-ই-আলম, স্টাফ শারমিন নাসরিনসহ অন্যান্যরা।আয়োজকরা জানান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ কালাই সিডিপি এর কমিউনিটি অ্যাকশন টিমের মাধ্যমে জিন্দারপুর গুড নেইবারস্ মহিলা সমবায় সমিতি লিঃ এর সামাজিক উন্নয়নের অর্থ, গুড নেইবারস্ বাংলাদেশ এর সকল কর্মকর্তা-কর্মচারীদের বেতনের অংশ এবং স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া, দুঃস্থ ও অসচ্ছল মানুষের মাঝে ২য় বারের মতো এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে ১ম বারের মতো ২০১ টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » চৌমুহনী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর ইশতেহার ঘোষনা
- » এক সতীনকে জেতাতে তিন সতীনের প্রচারণা
- » সাংবাদিক হাফিজের বাসায় ককটেল বিস্ফোরনের ঘটনায় বাংরাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের তীব্র প্রতিবাদ
- » বিনা প্রতিদ্বন্দীতায় জয়ের পথে তিন কাউন্সিল বাগেরহাটে মেয়র পদে লড়বেন দুই জন
- » মোংলা পোর্ট পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ প্রার্থী শেখ আব্দুর রহমান
- » বাগেরহাট পৌরসভা নির্বাচনে মনোনায়ন পত্র জমা দিলেন তালুকদার রিনা সুলতানা
- » কুষ্টিয়ার ৪টি পৌরসভায় ৩টিতে নৌকা, ১টিতে মশাল বিজয়ী
- » সাভার পৌরসভার মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত আওয়ামীলীগ প্রার্থী
- » মাধবপুর পৌরসভা নির্বাচনে নৌকার ৮ গুণ ভোট পেয়ে জয়ী ধানের শীষের প্রার্থী
- » মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আহম্মেদ আলী বিজয়ী