শফিকুল ইসলাম,সাতক্ষীরা : সাতক্ষীরা পাটকেলঘাটার একটি বিল থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) দুপুরে পাটকেলঘাটা থানার সররুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম রাশেদুল ইসলাম সরদার (৪০)। তিনি তৈলকুপি গ্রামের মৃত মিরাজ উদ্দীন সরদারের ছেলে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহেদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে রাশেদুল তার বাড়ির পাশে তৈলকুপি গ্রামের ডুরির বিলে তার সবজি ও মৎস্য খামারে যান। রোববার সকালে তিনি বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরে স্থানীয় অন্যান্য কৃষকরা তার রক্তাক্ত মরদেহ ডুরির বিলে পড়ে থাকতে দেখে প্রথমে তার পরিবারের লোকজনকে খবর দেন। পরে তার পরিবারের লোকজন তাকে দেখার পর পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। ওসি কাজী ওয়াহেদ মুর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের গায়ের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর আসল তথ্য জানা যাবে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্
- » মেহেরপুর প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
- » কমলনগরের ২০ পরিবার পেল আশ্রায়ন-প্রকল্পের ঘর
- » টিসিবির পেঁয়াজ কান্ড জনপ্রতি ১২ কেজি পেয়াজ না নিলে দিচ্ছেন না তেল, চিনি ও ডাল
- » ২৬৪ পরিবার জামালপুরের মেলান্দহে পেল পাকা ঘড়
- » ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম উকিলের ইন্তেকাল
- » মঠবাড়িয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক-৪৩
- » কেশবপুরে ফতেপুর মাদরাসার ট্রাস্ট সম্পত্তি অবৈধ দখলে ॥ উদ্ধার দাবিতে বিক্ষোভ
- » নাসিরনগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান
- » ফরিদপুরে মুজিব শতবর্ষে ১৪৪০ গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরন