ডেস্ক রিপোর্ট : করোনার হানা এবার বচ্চন পরিবারে। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার টুইটারে অমিতাভ বচ্চন নিজেই এ কথা জানিয়েছেন। এদিকে, অমিতাভ বচ্চনের পর তাঁর ছেলে অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত হয়েছেন। অভিষেকের করোনা টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে।করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা টুইট করে জানিয়েছেন অভিষেক। তিনি লিখেছেন, একদিন আগে আমার বাবার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। এবার আমারও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এলো। আমরা দুই জনেই হাসপাতালে ভর্তি। তবে আমাদের করোনার লক্ষণ খুব ভয়াবহ কিছু নয়। আমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনা টেস্ট করা হচ্ছে।
এর আগে অমিতাভ বচ্চন টুইটারে জানান, তিনি করোনা পজিটিভ। এ কারণে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সম্প্রতি তার সংস্পর্শে যাওয়া সবাইকে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। ৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চন দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কঙ্গনার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ
- » সানাকে বিয়ে করে বিপদে মুফতি আনাস!
- » লাইফ সাপোর্টে জিনাত বরকতুল্লাহ, অবস্থার অবনতি
- » চিরনিদ্রায় শায়িত অভিনেতা আবদুল কাদের
- » জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের আর নেই
- » পর্নোগ্রাফি মামলায় চিত্রপরিচালক অনন্য মামুন কারাগারে
- » সংগীত প্রযোজক সেলিম খানের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু
- » মডেলিংয়ে ধনকুবের স্টিভ জবসের মেয়ে
- » বিজয় সরকারের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ
- » প্রিয় কমলা’ ছবির ডাবিংয়ে এসে অঝোরে কাঁদলেন অপু বিশ্বাস!