মোস্তফা মহসিন,(নোয়াখালী) : নোয়াখালীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ২২৬টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৮৭জন, জেলায় মোট মৃত্যু-৫৩ জন, এবং গত ২৪ ঘন্টায় ১৯ জনসহ সুস্থ হয়েছেন ১৪৬২ জন। নতুন করে আক্রান্তের মধ্যে সদরে-১৩, কোম্পানীগঞ্জে-১২, সোনাইমুড়ীতে ০৫ বেগমগঞ্জে ০৭, কবিরহাটে-০৮ ও সুবর্ণচরে ০২ জন জন। (আজ) ১১ জুলাই শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন, গত ৮ ও ৯ই জুলাই তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ১০ই জুলাই শ্রক্রবার রাতে তাদের রিপোর্ট আসলে তাতে নতুন করে আরও ৪৭ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩৭জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে, বতমানে করোনা পরীক্ষার কিট সংকট এবং অক্সিজেন,আইসিইউ, চিকিৎসা সামগ্রী, ডাক্তার-নাস সংকটসহ পযাপ্ত দক্ষজনবলের অভাব রয়েছে এখানে। ফলে পরীক্ষা কমসহ এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে নোয়াখালীবাসী। নোয়াখালীতে সবচেয়ে বেশী করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা এবং জেলা শহরসহ সদর উপজেলা। সদরে সর্বোচ্চ ৭৪৩ জন এবং বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯৩জন। বেগমগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সর্বোচ্চ-২৩ জন এবং সদরে ০৮জন। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা অশিম কুমার দাশ জানান, অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই এখানে দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। নোয়াখালীতে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যায় বেগমগঞ্জে ৬৯৩জন, সদরে সর্বোচ্চ-৭৪৩জন, চাটখিলে-১৪৪জন, সোনাইমুড়ীতে-১৩৮জন, কবিরহাটে-২৭৯জন, কোম্পানীগঞ্জে-১৫৬জন, সেনবাগে-১০৬জন, সুবর্ণচরে-১৬৬জন ও হাতিয়ায় -৬২ জনসহ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৮৭ জন। সচেতন মহলের মতে অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই নোয়াখালীতে দিনদিন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » প্রখ্যাত শমিকলীগ নেতা শেখ শহিদুল হকের ১৭তম মৃত্যু বার্ষিকী আজ
- » আশাশুনির কল্যাণপুরে গুচ্ছগ্রাম পরিদর্শন করেছেন ইউএনও
- » কমলনগরে খাদ্যে ভেজাল রোধের লক্ষে মতবিনিময়
- » কুয়াকাটায় সাঁতার কাটতে গিয়ে পর্যটকের মৃত্যু
- » সাপাহারে রক্তদাতা সংগঠনের সার্বিক তত্ত্বাবধায়নে শীতবস্ত্র বিতরণ
- » সুন্দরগঞ্জে ইউপি সদস্য পদে উপ-নির্বাচনের গণবিজ্ঞপ্তি
- » ভান্ডারিয়ায় সড়কে প্রাণ গেল ট্রলি ট্রাক চালকের
- » কেশবপুরে মাঘের হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত
- » দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক-সম্পাদকের মৃত্যুতে লোহাগড়ায় শোকসভা
- » কালীগঞ্জে অসুস্থ্য শিশু সাজিমের চিকিৎসায় পাশে দাড়ালেন সাংসদ কন্যা ডরিন