জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : অন্য সময়ের তুলনায় বর্ষায় ছাতার ব্যবহার বেড়ে যায়। তাই স্বাভাবিকভাবেই এ সময়ে ছাতার কারিগরদের ব্যস্ততা বেড়ে যায়। লোহাগড়ার ছাতার কারিগররা এর ব্যতিক্রম নন। বৃষ্টির কারণে লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজার, লক্ষীপাশা বাজার, এডেন্দা বাজার, মানিকগঞ্জ বাজার, লাহুড়িয়া বাজার, শিয়রবর বাজার,দিঘলিয়া বাজারসহ বিভিন্ন হাট-বাজারে মানুষ ভিড় করছে নষ্ট ছাতা মেরামত করতে। সুতরাং বলা যায়, সময় এখন ছাতা কারিগরদের। করোনার প্রাদুর্ভাবের সময় অন্য ব্যবসায়ীরা বসে অলস সময় পার করলেও ব্যস্ত সময় পার করছে ছাতা কারিগররা।বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অন্য সময়ের তুলনায় ছাতা কারিগরদের ব্যস্ততা চোখে পড়ার মত। তারা নাওয়া-খাওয়া ভুলে রাত-দিন কাজ করে যাচ্ছেন। ছাতার কারিগর লোহাগড়া উপজেলার মাধবহাটি গ্রামের মোঃ ইয়াছিন শেখ জানান, প্রায় ৩০ বছর ধরে তিনি এ পেশায় জড়িত। বছরের ছয় মাস মোঃ ইয়াছিন শেখ এ পেশায় থাকেন আর বাকি মাসগুলো অন্য পেশায় জীবিকা নির্বাহ করেন। তিনি দৈনিক ৫ থেকে ১০টি ছাতা মেরামত করে থাকেন। দৈনিক ৪শ’ থেকে ৮শ’ টাকা আয় করেন তিনি। এবার করোনার কারণে কাজ একটু কম বলে মোঃ ইয়াছিন শেখ জানান ।আরেক ছাতা কারিগর নজির শেখ বলেন, আমি এ পেশায় ৩০-৩৫ বছর আছি। বছরের এ সময়ে আয় বেশি হতো। কিন্তু এখন করোনার কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। তাই এবার রোজগার কম হচ্ছে। বছরে ছয় মাস আমি এ পেশায় থাকি বাকি ছয় মাস পরের জমি বর্গা চাষ করে সংসার চালায়।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » অসহায় দরিদ্র গৃহহীন ভূমিহীন মানুষের একমাত্র আস্থা ভরসার নাম শেখ হাসিনা
- » তেঁতুলিয়ায় দখলে থাকা পৈতৃক সূত্রে প্রাপ্ত খাসজমি সুলতান আলী ও তার স্ত্রী সোনাবানুর নামে বন্দোবস্ত
- » সুন্দরগঞ্জে ২শ’৭২ পরিবারে জমিসহ গৃহ হস্তান্তর
- » কালীগঞ্জের গ্রামীণ সড়ক অবৈধ ট্রলি ট্রাক্টরের দখলে অতিষ্ঠ পথযাত্রি
- » ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরে অভিযানে ২য় দিনে গুড়িয়ে দেওয়া হলো ১০ টি অবৈধ ইটভাটা
- » ঝিনাইদহে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- » শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
- » রামগঞ্জ পৌরসভা নির্বাচন প্রচার-প্রচারণায় এগিয়ে আ.লীগ!!
- » পায়রা বন্দরের ৭৫ কিমি দীর্ঘ রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বজায় রাখতে জরুরি রক্ষণাবেক্ষন ড্রেজিং উদ্বোধন
- » মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রে যাচ্ছে ইভিএম, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী