আশাশুনি প্রতিনিধি: আশাশুনির শে^তপুরে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে কালভার্ট নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর দক্ষিণ পাড়া মেইন রাস্তায় কালভার্ট না থাকায় পয়ঃনিষ্কাশন একবারেই ভঙ্গুর হয়ে পড়েছে। এলাকাবাসির স্বাভাবিক বসবাসের কথা চিন্তা করে এলাকাবাসির দাবীর মুখে ইউপি চেয়ারম্যান আ.ব.ম মোছাদ্দেক নিজ উদ্দোগে বৃহস্পতিবার সকালে কাজের উদ্বোধন করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানের জানান, জলাবদ্ধতা নরসনে এলাবাসির দাবীর মুখে তিনি সরকারিভাবে এ মুহুর্তে বরাদ্ধ না থাকায় ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৩০ সহস্্রাধিক অর্থ ব্যায় বরাদ্ধে কালভার্টের কাজ হাতে নিয়ে তা উদ্বোধন করেন।
আশাশুনি মাদ্রাসা শিক্ষক বুলবুলের পিতা আব্দুল খালেক আর নেই
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি আলিয়া মাদ্রাসার শিক্ষক বুলবুলের পিতা আব্দুল খালেক আর নেই (ইন্না লিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৮) বছর। বুধবার রাত ১১.১০ মি. নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে মারা যান। মৃতান্তে তিনি ১ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর আশাশুনি সদরের সাবেক চেয়ারম্যান মরহুম সরদার সামছুল আলমের বাড়ীর সামনে মাদার দীঘি চত্বরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ঈমামতি করেন মরহুমের এক মাত্র পুত্র কারী আবুল কালাম আজাদ বুলবুল। জানাযায় শরিক হন মাদ্রাসার শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
আশাশুনিতে সদ্য অবসরে যাওয়া শিক্ষকদের অবসর ভাতা প্রদান
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সাম্প্রতি অবসর গ্রহনকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারীদের মাঝে অবসর ভাতার অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি প্রতিষ্ঠার পর থেকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমুহের শিক্ষকদের মধ্যে যারা অবসর গ্রহন করেছেন, তাদেরকে নিজস্ব তহবিল হতে অবসর ভাতা প্রদান করে আসছেন। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয়ে গত ১৯ এপ্রিল হতে ২০ জুন পর্যন্ত অবসর গ্রহনকারী ৭ জন প্রধান শিক্ষক, ২ জন সহাকরী প্রধান শিক্ষক ও ১৩ জন সহকারী শিক্ষক, মোট ২৪ জন শিক্ষক কর্মচারীকে ১১ লক্ষ ৯২ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। চেক প্রদান করেন, যৌথভাবে সমিতির সভাপতি আল. এএসএম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আরিফুল হক, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম তুষার। এ সময় অবসর গ্রহনকারী শিক্ষক মন্ডলি ও সমিতির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » মঠবাড়িয়ায় চাঁদা না দেয়ায় ভাঙারী ব্যবসায়ীর গুদাম ঘরে অগ্নি সংযোগ ॥ থানায় জিডি
- » আশাশুনিতে প্রতিপক্ষ তুলসিগংদের হামলায় ফিরোজসহ রক্তাক্ত জখম-৪
- » মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলা করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ডাকাতি মামলা ॥ নিন্দার ঝড়
- » কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় বীনা ও রিংকু কাউন্সিলর পদে নির্বাচিত
- » তেঁতুলিয়ায় টাকা আত্মসাতে আওয়ামীলীগ নেতা তরিকুলসহ আরো ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা চলমান
- » মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা -সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার
- » ডুমুরিয়ায় অবৈধ বালু বেডের লবনাক্ত পানিতে হুমকির মুখে বোরো আবাদ
- » রাঙ্গাবালীর কোড়ালীয়া এ্যাডভেঞ্জার-১১ লঞ্চে হামলা ভাংচুর সহ আহাত একাধিক!
- » কেশবপুর পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থী সহ ৬৫ জনের মনোনয়ন পত্র জমা
- » সেজু ভূইয়াকে চাপরতলা ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী।