ডেস্ক রিপোর্ট : এশিয়া কাপের এবারের আসরটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি ২০২১ ও ২২ সালের আসরের আয়োজক দেশের ঘোষণা করা হয়েছে।সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুন মাসে শ্রীলঙ্কায় আয়োজিত হবে এশিয়া কাপ – ২০২১।বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক আনুষ্ঠানিক ঘোষণায় এসব কথা জানানো হয়েছে।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিসি জানিয়েছে, এবারের এশিয়া কাপ আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা সংকটের কারণে আসরটি স্থগিত করা হয়েছে। তবে ২০২১ সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ শ্রীলঙ্কা। ২০২২ সালে এশিয়া কাপের আয়োজক হবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট আলোচনার মাধ্যমে আয়োজক স্বত্ত্ব অদল-বদল করে নিয়েছে।
উল্লেখ্য, এবারের এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে পিসিবি।বুধবার বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী এশিয়া কাপ বাতিল হয়ে গেছে বলে ঘোষণা দিলে এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে পিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান সামিউল হাসান। সৌরভ গাঙ্গুলীর কথার কোনো ভিত্তি নেই বলে জানান তিনি।কিন্তু একই দিনে আবার পিসিবি চেয়ারম্যান এসহান মানি জানান, এশিয়া কাপ সত্যিই বাতিল হয়েছে। গাঙ্গুলী ঠিক ঘোষণাই দিয়েছেন।মানির এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরই এলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আনুষ্ঠানিক ঘোষণা।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ঝিনাইদহ আন্তঃ উপজেলা হ্যান্ডবল টুর্নামেন্টে কালীগঞ্জ চ্যাম্পিয়ন
- » সাকিব-হাসানের বোলিং তোপে ১২২ রানে অলআউট উইন্ডিজ
- » গল টেস্টে শক্ত অবস্থানে ইংল্যান্ড
- » বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এস এম সুলতান একাদশ চ্যাম্পিয়ন
- » পাকিস্তান সুপার লিগের নিলামে ছয় বাংলাদেশি
- » আইসিসির ভুলে টেস্ট র্যাংকিংয়ে আফগানিস্তানের নিচে বাংলাদেশ!
- » মি. ওয়ার্ল্ড খ্যাত বডিবিল্ডার রনজিৎ চন্দ্র সরকার এবারো মি. বাংলাদেশ-২০২০ শিরোপা অর্জন করেছে
- » ২০২১ সালের বিশ্বকাপ বাতিল
- » জহুরুল-মাশরাফি নৈপুণ্যে মাহমুদউল্লাহর খুলনা ফাইনালে
- » তিন বছর পূর্ণ হলো বিরাট ও অনুশকা শর্মার সংসার