মোস্তফা মহসিন,(নোয়াখালী) : নোয়াখালীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ২২১টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৩৬২জন, গত ২৪ ঘন্টায় আরও ০১জনসহ জেলায় মোট মৃত্যু-৫২ জন, এবং গত ২৪ ঘন্টায় ৭২ জনসহ সুস্থ হয়েছেন ১২৫৫ জন। নতুন করে আক্রান্তের মধ্যে সদরে-০৯, হাতিয়ায় ১৭, কোম্পানীগঞ্জে-০১, বেগমগঞ্জে ০১, কবিরহাটে-১, সোনাইমুড়ীতে- ০৭জন, সেনবাগে০১, ও সুবর্ণচরে ০১জন। (আজ) ০৮ জুলাই সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন, গত ৫ ও ৬ই জুলাই তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ৬ই জুলাই মঙ্গলবার রাতে তাদের রিপোর্ট আসলে তাতে নতুন করে আরও ৩৮ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩৬জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে, বতমানে করোনা পরীক্ষার কিট সংকট এবং অক্সিজেন,আইসিইউ, চিকিৎসা সামগ্রী, ডাক্তার-নাস সংকটসহ পযাপ্ত দক্ষজনবলের অভাব রয়েছে এখানে। ফলে পরীক্ষা কমসহ এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে নোয়াখালীবাসী। নোয়াখালীতে সবচেয়ে বেশী করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা এবং জেলা শহরসহ সদর উপজেলা। সদরে সর্বোচ্চ ৭১৮ জন এবং বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭৭জন। বেগমগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সর্বোচ্চ-২৩ জন এবং সদরে ০৮জন। অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই এখানে দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। নোয়াখালীতে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যায় বেগমগঞ্জে ৬৭৭ জন, সদরে সর্বোচ্চ-৭১৮জন, চাটখিলে-১৪১জন, সোনাইমুড়ীতে-১২৮জন, কবিরহাটে-২৫৭জন, কোম্পানীগঞ্জে-১৩২জন, সেনবাগে-১০৫জন, সুবর্ণচরে-১৫০জন ও হাতিয়ায় -৫৪ জনসহ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৩৬২ জন। সচেতন মহলের মতে অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই নোয়াখালীতে দিনদিন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জনপ্রশাসন মন্ত্রণালয়ে কয়েকশ কর্মকর্তা কর্মচারীর শোডাউন
- » মঠবাড়িয়ায় মাদ্রাসা ও মসজিদ মাঠের মাটি কাঁটার ঘটনায় ভূমিদস্যুর বিরুদ্ধে মামলা
- » জলঢাকা অনুমোদনহীন ৪৫ স মিল চলছে
- » অসহায় দরিদ্র গৃহহীন ভূমিহীন মানুষের একমাত্র আস্থা ভরসার নাম শেখ হাসিনা
- » তেঁতুলিয়ায় দখলে থাকা পৈতৃক সূত্রে প্রাপ্ত খাসজমি সুলতান আলী ও তার স্ত্রী সোনাবানুর নামে বন্দোবস্ত
- » সুন্দরগঞ্জে ২শ’৭২ পরিবারে জমিসহ গৃহ হস্তান্তর
- » কালীগঞ্জের গ্রামীণ সড়ক অবৈধ ট্রলি ট্রাক্টরের দখলে অতিষ্ঠ পথযাত্রি
- » ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরে অভিযানে ২য় দিনে গুড়িয়ে দেওয়া হলো ১০ টি অবৈধ ইটভাটা
- » ঝিনাইদহে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- » শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি