মুকুল খসরু, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়া কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৪ শ্রমিকের মধ্যে শরিফুল ইসলাম নামের একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার দুপুর ১টায় কুমারখালী উপজেলার চরসাদিপুর পদ্মা নদীতে ঘটনাস্থলে দেড় কি:মি: ভাটিতে ভেসে উঠা লাশ দেখে পাবনা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তাদের উদ্ধারকারী দল লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত মৃত: শরিফুল ইসলাম ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউননিয়নের জামালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, মঙ্গলবার সকালে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৪জনের লাশ উদ্ধারে ডুবুরী দলসহ ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। বুধবার দুপুর ১টায় ১জনের লাশ উদ্ধার হলেও এখনও ৩জনের লাশ নিখোঁজ রয়েছে।উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে পদ্মা নদীর চর সাদিপুর এলাকায় ডিঙি নৌক ডুবে যাওয়ার ঘটনায় ১৩জনের মধ্যে ৯জন শ্রমিক সাঁতরে এবং স্থানীয়দের সাহায্যে উদ্ধার হলেও সাঁতার না জানায় ৪জন পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। শরিফুল ইসলাম(৩১)র লাশ উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে- ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল (৩০), নজু’র ছেলে জাকির (২৫) ও রঞ্জিতের ছেলে জুবা (৩২)।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যা, ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই
- » স্কুল-কলেজ খুলে দেওয়ার উসকানি যারা দিচ্ছে, তারা জাতির শত্রু: আমু
- » কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে শেষ মুহুর্ত্বে এসে জমে উঠেছে ব্যাপক প্রচার প্রচারনা
- » কালীগঞ্জে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী
- » জামালপুরে শিক্ষকের কাছ থেকে চাঁদানেওয়ায়র মামলায় কলেজ অধ্যক্ষকের দুই বছরের কারাদণ্ড
- » সুন্দরগঞ্জে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার-২
- » নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ
- » মঠবাড়িয়ায় কঙ্কালের ডিএনএ থেকে আড়াই বছর পর হত্যা রহস্য উদঘটন ॥ গ্রেপ্তার ২
- » এলাকায় শোকের ছায়া ইঁদুর মারার ফাঁদে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু!!
- » রামগঞ্জে অগ্নিকান্ডে ১৭ ঘর ভস্মিভূত!!