ডেস্ক রিপোট :ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি।জাতিসংঘ বলছে, সোলাইমানিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অস্ত্রবহনকারী ড্রোনের মাধ্যমে। এই হামলার জন্য দোষীদের বিচার হতে হবে।জানুয়ারিতে সংঘটত এই হত্যাকাণ্ডের দীর্ঘ তদন্ত করেছে জাতিসংঘ। তদন্ত প্রতিবেদন তৈরি করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড। বিচারবহির্ভূত এই হত্যাকাণ্ডের প্রতিবেদনের সারাংশে তিনি উল্লেখ করেছেন, কাশেম সোলাইমানিকে হত্যার, অর্থাৎ তিনি ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দর থেকে যখন বের হচ্ছিলেন, তার সেই গাড়িবহরে হামলার কোনো কারণ দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। এই হামলার পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণও হাজির করতে পারেনি দেশটি।অ্যাগনেস ক্যালামার্ড ওই প্রতিবেদনে উল্লেখ করেছেন, সোলাইমানিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অস্ত্রবহনকারী ড্রোনের মাধ্যমে। এই হামলার জন্য দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। ক্যালামার্ড আরও লিখেছেন, এই হামলা জাতিসংঘের সনদের সুস্পষ্ট লংঘন।বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করে থাকেন ক্যালামার্ড। এর আগে তুরস্কে সৌদি আরবের কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যার তদন্তেও তিনি জড়িত ছিলেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিশ্ব একটি কঠিন সময়ের মধ্যে রয়েছে, বিশেষ করে যখন এমন ড্রোন ব্যবহার করা হয়।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » নাইজেরিয়ার স্কুল থেকে কয়েকশ ছাত্রীকে অপহরণ
- » তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৯
- » সীমান্তে মনোবল হারানো সেনাদের নারী সঙ্গের ব্যবস্থা চীনের
- » মিয়ানমারে এক বছরের জরুরি অবস্থা ঘোষণা
- » সু চিকে আটকের পর ইয়াঙ্গুনে উল্লাস!
- » রাশিয়ায় এবার বিক্ষোভ থেকে নাভালনির স্ত্রীকেও আটক
- » কাশ্মীরে ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত
- » বিখ্যাত সাংবাদিক ল্যারি কিং আর নেই
- » ভারতে নতুন দল ঘোষণা করলেন আব্বাস সিদ্দিকী
- » আমরা জীবিত, উদ্ধার প্রচেষ্টা বন্ধ করবেন না’