ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ, (ঝিনাইদহ) প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল সাংস্কৃতিক কর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদাণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা শিল্পকলা একাডেমীর একডহ কমিটির সদস্য অশোক ধর, একরামুল হক লিকু, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনসহ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলার ৬ উপজেলার বিভিন্ন এলাকার ১’শ জন সাংস্কৃতিক ব্যক্তির মাঝে সংস্কৃত বিষয়ক মন্ত্রনালয়ের দেওয়া ৫ লাখ টাকা বিতরণ করা হয়।
ঝিনাইদহে স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ
ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ, (ঝিনাইদহ) প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের পুরাতন হাসপাতাল চত্বরে অরণী সাংস্কৃতিক সংসদ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়।
এসময় পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাজ্জাৎ হাসান, অরণী সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা ফজলুর রহমান খুররম, সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক কাজল কুমার বিশ্বাসসহ অন্যানারা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় কর্মরত শতাধিক মাঠ কর্মীদের মাঝে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়।
ঝিনাইদহে পথচারীদের মাঝে ট্রাফিক পুলিশের মাস্ক বিতরণ
ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ, (ঝিনাইদহ) প্রতিনিধি : করোনা প্রার্দুভাবের শুরু থেকে ঝিনাইদহে পুলিশের ব্যাপক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। করোনা প্রতিরোধ করতে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ শহরের পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়সহ বিভিন্ন এলাকায় ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমানের ব্যাক্তিগত পক্ষ থেকে এ মাস্ক বিতরণ করা হয়। এসময় প্রাণঘাতি করোনাভাইরাসের এই ক্রান্তিকালে শহরে আগতদের উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানান তিনি।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ইউপি নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাগেরহাটে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
- » ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্
- » মেহেরপুর প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
- » কমলনগরের ২০ পরিবার পেল আশ্রায়ন-প্রকল্পের ঘর
- » টিসিবির পেঁয়াজ কান্ড জনপ্রতি ১২ কেজি পেয়াজ না নিলে দিচ্ছেন না তেল, চিনি ও ডাল
- » ২৬৪ পরিবার জামালপুরের মেলান্দহে পেল পাকা ঘড়
- » ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম উকিলের ইন্তেকাল
- » মঠবাড়িয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক-৪৩
- » কেশবপুরে ফতেপুর মাদরাসার ট্রাস্ট সম্পত্তি অবৈধ দখলে ॥ উদ্ধার দাবিতে বিক্ষোভ
- » নাসিরনগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান