ডেস্ক রিপোট : জাপানে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নদীর ধারের একটি নার্সিংহোম থেকেই ১৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিকে আরও ১০ জন নিখোঁজ রয়েছে।এর মধ্যেই কিউশুর মূল দ্বীপে আরও বিস্তৃত এলাকাজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী বুধবার পর্যন্ত এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া বিভাগ।কুমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। দু-কূল ভাসিয়ে উপচে পড়ছে পানি। নদীর পাড় বরাবর থাকা বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে। পানিবন্দিদের উদ্ধারে সেনাবাহিনীর সঙ্গেই রয়েছে অন্যান্য উদ্ধারকারী দল। কুমা নদীর প্রচণ্ড স্রোতে ভেসে গেছে স্থানীয় একটি সেতু। ভূমিধসেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ জাপানের কুমামোটা ও কাগোশিমা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্তত ১১ স্থানে নদীর পানি বেড়ে গেছে। কুমামোটা এলাকায় এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন।এদিকে, হিতোয়োশি শহরে ৯ জনের মৃত্যু হয়েছে। আশিকিতাতে এলাকায় মৃত্যু হয়েছে আরও ৯ জনের। এরই মধ্যে লাখো বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই জরুরি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানিয়েছেন, অন্তত ২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। বন্যার ব্যাপকতার সঙ্গে মৃত্যুও আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত এলাকায় উদ্ধারকাজে সেনাবাহিনীর সঙ্গে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করছেন উপকূলরক্ষী বাহিনী ও দমকলের কর্মীরা। সবমিলিয়ে ৪০ হাজার উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ভারতে নতুন দল ঘোষণা করলেন আব্বাস সিদ্দিকী
- » আমরা জীবিত, উদ্ধার প্রচেষ্টা বন্ধ করবেন না’
- » উগান্ডায় ৬ষ্ঠ বারের মতো প্রেসিডেন্ট হলেন সেই স্বৈরশাসক
- » ট্রাম্পের অভিশংসন চান ন্যান্সি পেলোসি
- » ট্রাম্পকে হুশিয়ারি, সামরিক চাপের জবাব দিতে প্রস্তুত ইরান
- » দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার
- » জার্মানিতে গোলাগুলিতে গুরুতর আহত ৪
- » চলতি বছর যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের আশ্রয়কেন্দ্রগুলোতে ১৯জন আশ্রয়প্রার্থী মারা গেছেন
- » ইমরান বিরোধীরা ফের রাস্তায়, লংমার্চ ঘোষণা
- » করোনার চেয়েও ‘ক্ষুধার মহামারী’ ভয়ঙ্কর হতে পারে : ডব্লিউএফপি