আশাশুনি প্রতিনিধি: আশাশুনির পল্লীতে এক শিশুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলার আসামী তৃতীয় শ্রেনী পড়–য়া ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র তাজমিরুলকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন। উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের হান্নান সরদারের শিশু পুত্র তাজমিরুল সরদার (সাড়ে ১১বছর)কে আসামী করে জমিজমা কেন্দ্রিক প্রতিপক্ষ আব্দুল গফফার সরদারের পুত্র ময়নুদ্দিন সরদার বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ১০ ধারায় মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, তার শিশু কন্যা (বয়স ৫ বছর)-কে তাজমিরুল সরদার তাদের বসত ঘরে নিয়ে শ্লীলতা হানি ঘটায়। এ ব্যাপারে হান্নান সরদার জানান, তাদের সাথে জমিজমা কেন্দ্রিক দীর্ঘদিন বিরোধ চলছিল। বিভিন্ন সময় ময়নদ্দিন গংরা ষড়যন্ত্র করে হান্নান গংদের ঘায়েল করতে না পেরে শেষ মেষ একটি কল্প কাহিনী তৈরী করে হান্নান গংদের বেকায়দায় ফেলতে শিশু তাজমিরুলকে আসামী করে মামলা করা হয়েছে। প্রকৃত পক্ষে উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে বিরোধ চললেও শিশুদের মধ্যে বিরোধের ছাপ ছিল না। প্রকৃত ঘটনা হলো ওই দিন হাফেজি পড়–য়া শিশু তাজমিরুল, বাদীর ভাইপো বাহারুল (০৮) ও বাদীর কন্যা এক সাথে কাদামাটি খেলছিল। এ সুযোগে বাদী ময়নদ্দির পিতা আব্দুল গফ্ফার সরদারের কুপরামর্শে সাজানো নাটক সাজিয়ে বাহারুলকে সাক্ষী করে পাশ কাটিয়ে তাজমিরুলকে আসামী করা হয়েছে। মামলায় ঘটনা ৩০ জুন সকাল ১০ টা দেখানো হলেও বাদী পক্ষ মিমাংশা করবে বলে মোটা অংকের টাকা গ্রহন করলেও চোখ উল্টে তা আর আমলে না নিয়ে ০৩ জুলাই মামলা দায়ের করে হান্নান জানান। বিষয়টি এলাকার সচেতন মহল বহুভাবে মিমাংশার চেষ্টা করেও ব্যার্থ হওয়ায় গফ্ফার সরদারের এক গুয়েমীতে শেষ মেষ থানা পুলিশ মামলা গ্রহন করতে বাধ্য হয়। শুক্রবার শিশু তাজমিরুলকে পুলিশ গ্রেপ্তার করে শনিবার কোর্ট হাজতে প্রেরন করেছে। এ সময় আসামী তাজমিরুল ও পিতা-মাতাসহ পরিবারের লোকজন কাঁদতে কাঁদতে সাতক্ষীরা যাওয়ার পথিমধ্যে কয়েকবার বমি করে জ্ঞান হারিয়ে ফেলে বলে তাদের পরিবার সূত্রে জানাগেছে। তার পরিবার মানিবক দিক বিবেচনা পূর্বক আদালতের সুদৃষ্টি কামনা। এ ঘটনায় সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে বলে এলাকাবাসি সূত্রে জানাগেছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » লোহাগড়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত
- » বাগেরহাট পৌর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় ৩ কাউন্সিলর প্রার্থী নির্বাচিত
- » সংঘর্ষে ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু
- » চসিক নির্বাচন নিয়ে লালখানবাজারে সংঘর্ষে আহত ২১
- » সব কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর
- » চসিক নির্বাচন কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই খুন
- » অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কর কমিশনার বরখাস্ত
- » কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম করেছে নৌকা সমর্থকরা
- » নিয়ম ভেঙে কারাগারে নারীর সঙ্গে আসামি সাক্ষাতের বিষয়ে ব্যবস্থা নেব : স্বরাষ্ট্রমন্ত্রী
- » রামগঞ্জ পৌর নির্বাচনে পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর!!