মোস্তফা মহসিন,(নোয়াখালী) : নোয়াখালীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ২০৯টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৩৩৫জন, জেলায় মোট মৃত্যু-৪৫ জন ও গত ২৪ ঘন্টায় ৮১জনসহ সুস্থ হয়েছেন ১০৬৮জন। নতুন করে আক্রান্তের মধ্যে সদরে-০৩, বেগমগঞ্জে-১০জন, কোম্পানীগঞ্জে-০৪জন , কবিরহাটে-১০ জন, সুবর্ণচরে-০৫জন ,সেনবাগে-০১, ও হাতিয়ায়-১৩ জন। (আজ) ০৩ জুলাই সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন, গত ৩০ই জুন ও ১লা জুলাই তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ২রা জুলাই বৃহস্পতিবার রাতে তাদের রিপোর্ট আসলে তাতে ৪৬ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে, বতমানে করোনা পরীক্ষার কিট সংকট এবং অক্সিজেন,আইসিইউ, চিকিৎসা সামগ্রী, ডাক্তার-নাস সংকটসহ পযাপ্ত দক্ষজনবলের অভাব রয়েছে এখানে। ফলে পরীক্ষা কমসহ এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে নোয়াখালীবাসী। নোয়াখালীতে সবচেয়ে বেশী করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা এবং জেলা শহরসহ সদর উপজেলা। সদরে সর্বোচ্চ ৬৮০ জন এবং বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬৫ জন। বেগমগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সর্বোচ্চ-২২জন এবং সদরে ০৮জন। অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই এখানে দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। নোয়াখালীতে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যায় বেগমগঞ্জে ৬৬৫ জন, সদরে সর্বোচ্চ-৬৮০জন, চাটখিলে-১৪১জন, সোনাইমুড়ীতে-১১৮জন, কবিরহাটে-২৩৬জন, কোম্পানীগঞ্জে-১১৭জন, সেনবাগে-১০২জন, সুবর্ণচরে-১৩৯জন, হাতিয়ায় -৩৭ জনসহ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৩৩৫ জন। সচেতন মহলের মতে অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই নোয়াখালীতে দিনদিন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জলঢাকায় কাচাঁ সড়কটি পাকা হয়নি ৪৫ বছরেও
- » ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ি নিহত।
- » মঠবাড়িয়ায় চাঁদা না দেয়ায় ভাঙারী ব্যবসায়ীর গুদাম ঘরে অগ্নি সংযোগ ॥ থানায় জিডি
- » আশাশুনিতে প্রতিপক্ষ তুলসিগংদের হামলায় ফিরোজসহ রক্তাক্ত জখম-৪
- » মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলা করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ডাকাতি মামলা ॥ নিন্দার ঝড়
- » কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় বীনা ও রিংকু কাউন্সিলর পদে নির্বাচিত
- » তেঁতুলিয়ায় টাকা আত্মসাতে আওয়ামীলীগ নেতা তরিকুলসহ আরো ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা চলমান
- » মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা -সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার
- » ডুমুরিয়ায় অবৈধ বালু বেডের লবনাক্ত পানিতে হুমকির মুখে বোরো আবাদ
- » রাঙ্গাবালীর কোড়ালীয়া এ্যাডভেঞ্জার-১১ লঞ্চে হামলা ভাংচুর সহ আহাত একাধিক!