কষ্টগুলো এখনো সুখের স্পর্শ খোঁজে
আওরঙ্গজেব কামাল
কষ্টগুলো এখনো সুখের স্পর্শ খোঁজে
ব্যাথিত হৃদয় এখনো অঝরে কাঁদে।
তবুও কারো অশ্রু ঝরাতে চাইনি আমি
চাইনি কারো ভালোবাসায় সিক্ত হতে।
চাইনি বেঁচে থেকে দূরে থাকতে
স্বার্থপরের মতো জীবন গড়তে।
চাইনি রঙ্গীন স্বপ্নে বিভোর হয়ে
জীবনকে কুয়াশায় সিক্ত করতে।
চাইনি কারো জন্যে অপেক্ষা করতে
তার ফিরে আশা পথ চেয়ে থাকতে।
তার আঘাত দেওয়ার নিষ্ঠুরতায়
জীবন কে তিলে তিলে শেষ করতে।
চাইনি কারো আমার দুঃখের সঙ্গি করে
তার জীবন কে অন্ধকারের মোড়াতে।
আমার অস্থির হৃদয়ের রক্ত ক্ষরণ
চাইনি কারো দেখাতে।
চাইনি পথ হারা পথিক হয়ে
পথের শেষ সীমানা দেখতে।
চাইনি জীবনের শেষ টুকু সময়
আর এক মুহুর্ত অপেক্ষায় বিলিয়ে দিতে ।
চাইনি দেখাতে আমার হৃদয়ের হাকার
বেদনার্ত-অশ্রু ঝ’রে পড়ার গভীর যাতনাটুকু।
চাইনি আবদ্ধ ঘরে একাকী থাকতে
বিশাদের জ্বালা নিয়ে ব্যর্থতায় জীবন গড়তে।
চাইনি দেখতে বেদনা তোমায় ছোঁবে
হাসি উজ্জল মুখ বিশান্নতায় ছেয়ে যেতে।
চাইনি বিদায় মুহূর্তে তোমার চোখে অশ্রু আসুক
অজানা স্বপ্ন গুলি কল্পনায় বাঁচুক।
চাইনি দুষ্সময়ের জীবনের আর্তনাদ
আবার তোমার ছোয়ায় নতুন করে বাঁচুক।
জীবনের সকল বাঁধা পেরিয়ে
আবারো তোমায় খুঁজুক।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কুষ্টিয়ায় কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত গ্রামের গৃহবধুরা
- » গার্ড অব অনারের পর দাফন সম্পন্ন দেওয়ানবাগী পীরের
- » কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ-এর নির্বাচনী তফসিল ঘোষনা
- » কবি আমিনুল ইসলামের “মহানায়ক শেখ মুজিবুর রহমান” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন
- » পীর সৈয়দ জাহাঙ্গীর সাহেবের জানাযা ও দাফন সম্পন্ন
- » খোলা আকাশের নিচে দূর্বিসহ জীবন
- » আজব দেশে চলছে আজব সব কারবার
- » খুঁজে পাক বাঙ্গালী তার স্বপ্ন।
- » জীবনে অন্তর জুড়ে তুমি
- » সেদিন আর বেশী দুরে নয়