মোস্তফা মহসিন,(নোয়াখালী) : নোয়াখালীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ১৯৬টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২০৪৭ জন, গত ২৪ ঘন্টায় সদরে ১জনসহ জেলায় মোট মৃত্যু-৪৩ জন ও গত ২৪ ঘন্টায় ৩৫জনসহ সুস্থ হয়েছেন ৮৬২ জন। নতুন করে আক্রান্তের মধ্যে সদরে-০৯জন, সোনাইমুড়ীতে-০৪জন, কবিরহাটে-১৫জন ও সুবর্ণচরে-০৬ জন। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন, গত ২৬ ও ২৭ ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ২৮ই জুন রবিবার রাতে তাদের রিপোর্ট আসলে তাতে ৩৪জনের করোনা পজিটিভ আসে। গত চব্বিশ ঘন্টায় ১৯৬টি ফলাফলে নতুন করে আরও ৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে,বতমানে করোনা পরীক্ষার কিট সংকট এবং অক্সিজেন,আইসিইউ,চিকিৎসা সামগ্রী, ডাক্তার-নাস সংকটসহ পযাপ্ত দক্ষজনবলের অভাব রয়েছে এখানে। ফলে পরীক্ষাকমসহ এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে নোয়াখালীবাসী। নোয়াখালীতে সবচেয়ে বেশী করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা এবং জেলা শহরসহ সদর উপজেলা। সদরে সর্বোচ্চ ৬৪০ জন এবং বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩৭ জন। বেগমগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২১জন এবং সদরে ০৭জন। করোনা ভাইরাসের সংক্রমন ও মৃত্যু বেড়ে যাওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউন চললেও অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই এখানে দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। নোয়াখালীতে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যায় বেগমগঞ্জে ৬৩৭ জন, সদরে সর্বোচ্চ-৬৪০জন,চাটখিলে-১৩২জন,সোনাইমুড়ীতে-১০৪জন, কবিরহাটে-২১০জন, কোম্পানীগঞ্জে-৮৮জন, সেনবাগে-৯৭ জন, সুবর্ণচরে-১২৩ জন, হাতিয়ায় -১৬জনসহ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০৪৭ জন। সচেতন মহলের মতে অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই নোয়াখালীতে দিনদিন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বকশীগন্জে একমাত্র আদিবাসী বীর মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
- » বাগেরহাট পৌরসভা নির্বাচনে বাকী তালুকদারের মনোনয়ন পত্র জমা
- » সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে -এমপি হেলাল
- » কমলনগরে বিকল্পধারার নেতার বিরুদ্ধে মানববন্ধন
- » মঠবাড়িয়ায় মসজিদ ও মাদ্রাসা মাঠের মাটি কেঁটে নিল এক ভূমিদস্যু ॥ থানায় জিডি
- » অন্যের ক্ষতি করার অধিকার কারও নেই: সজীব ওয়াজেদ জয়
- » নাসিরনগরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
- » লোহাগড়ায় সমিতির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, থানায় অভিযোগ দায়ের
- » এমপি তন্ময়র সাথে বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
- » আশুলিয়া প্রেস ক্লাবের নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরেপেক্ষ হয়েছে : অপু ওহাব