মোস্তফা মহসিন,(নোয়াখালী) : নোয়াখালীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।শনিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৯৯টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২০১৩ জন, মৃত্যু-৪২ জন ও গত ২৪ ঘন্টায় ১৪জনসহ সুস্থ হয়েছেন ৮২৭ জন। নতুন করে আক্রান্তের মধ্যে চাটখিলে-০৫জন, সোনাইমুড়ীতে-০৯জন, কবিরহাটে-২৫জন ও সেনবাগে-০৩জন। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন, গত ২৫ ও ২৬ ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ২৭ই জুন শনিবার রাতে তাদের রিপোর্ট আসলে তাতে ৪২জনের করোনা পজিটিভ আসে। গত চব্বিশ ঘন্টায় ৯৯টি ফলাফলে নতুন করে আরও ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নোয়াখালীতে সবচেয়ে বেশী করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা। এ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ-৬৩৭ জন। বেগমগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২১জন। করোনার ভাইরাসের সংক্রমন ও মৃত্যু বেড়ে যাওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউন চলছে। নোয়াখালীতে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যায় বেগমগঞ্জে সর্বোচ্চ-৬৩৭ জন, সদরে ৬৩১জন, চাটখিলে-১৩২জন,সোনাইমুড়ীতে-১০০জন, কবিরহাটে-১৯৫জন,কোম্পানীগঞ্জে-৮৮জন, সেনবাগে-৯৭ জন, সুবর্ণচরে-১১৭ জন, হাতিয়ায় -১৬জনসহ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০১৩ জন। সচেতন মহলের মতে অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই এখানে দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
- » কালীগঞ্জে ভোট কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ বিজিবি’র লাঠিচার্জ
- » আলজাজিরার প্রতিবেদন সরাতে ফেসবুক-ইউটিউবকে অনুরোধ
- » নাসিরনগরে বিশ্ব ভালবাসা দিবসে ফেইসবুক ম্যাসেঞ্জার গ্রুপ মায়াজালের ব্যতিক্রমী উদ্যোগ।
- » কালীগঞ্জে সড়কের পাশে চায়ের দোকানে ট্রাকের আঘাতে ৪ জন গুরুত্বর আহত
- » জামালপুরের মেলান্দহ পৌর নির্বাচনেকে সামনে রেখে নৌকার পক্ষে সিএনজি মিছিল
- » বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধে মামালা, আটক-১
- » কলাপাড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীকে হত্যা চেষ্টার মামলায় ছাত্রলীগ সভাপতি কারাগারে
- » যৌতুক নির্যাতনে গৃহবধু হত্যা ঘটনার শুরু থেকেই পুলিশের গড়িমসির অভিযোগ পরিবারের
- » কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আশরাফ ও ধানের শীষের প্রার্থী মাহাবুব