আশাশুনি প্রতিনিধি : আশাশুনির পল্লীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়াড়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানাগেছে, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নির্দেশে এসআই বিল্লাল হোসেন শেখ ও এএসআই মিলন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বড়দল এলাকায় প্রকাশ্যে অর্থের বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার আসরে অভিযান চালায়। এসময় জুয়া খেলার সরঞ্জাম ও খেলোয়াড়দের কাছে থাকা টাকাসহ উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত. মুন্সি মুনছুর আলী বিশ^াসের পুত্র মুজিবর বিশ্বাস, আলাউদ্দীনের পুত্র বজলুর রহমান, ফকরাবাদ গ্রামের সোবহান গাইনের পুত্র জাহিদ গাইন ও মৃত. আব্দুল বারি গাজীর পুত্র নুরুল আলমকে হাতে-নাতে আটক করে থানা হেফাজতে নেয়। এঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে ১২(০৬)২০নং মামলা দায়ের হয়েছে।
আশাশুনির চেউটিয়া প্রাথমিকে টগর সভাপতি মনোনীত
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির চেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি নির্বাচন করা হয়েছে। রোববার সকালে উপজেলার চেউটিয়া প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি নির্বাচন কল্পে সভায় সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত শিক্ষক রইচ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য ইসমাইল সরদার, জালাল উদ্দিন সরদার, রহমান গাজীসহ প্রায় অর্ধশত অভিভাবকবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে খালিদ হোসেন ওরফে টগরকে সভাপতি মনোনীত করা হয়।
আশাশুনিতে জরায়ু ও স্তন ক্যান্সার স্ক্রীনিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে রেজিষ্ট্রেশন ও রেফারাল ব্যস্থাপনা বিষয়ক দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ইলেকট্রনিক ডাটা ট্রাকিং সহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির উপর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে ব্যাচের প্রশিক্ষণ প্রাপ্তদেরকে সনদপত্র প্রদান করা হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বাস্তবায়নে ৩০টি কমিউনিটি ক্লিনিকে সেবাদানকারী ৩০ জন সিএইচসিপি’র অংশ গ্রহণে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, বিভাগীয় সমন্বয়কারী (ন্যাশনাল ভায়া সেন্টার) দারা শিকো মোল্যা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক খাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
- » শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
- » নোয়াখালীতে বিবস্ত্র করে চিকিৎসক ও গৃহবধু নির্যাতন, গ্রেপ্তার-৫
- » রামগঞ্জ পৌরসভা নির্বাচন প্রচার-প্রচারণায় এগিয়ে আ.লীগ!!
- » নার্সিং কোর্স পরিচালনায় মেডিকেল টেকনোলজি বোর্ড গঠনের দাবি
- » ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ আ’লীগের ৩ বিএনপি একক
- » মোংলা পোর্ট পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ প্রার্থী শেখ আব্দুর রহমান
- » বাগেরহাট পৌর নির্বাচনে মোট ৩৬ জনের মনোনায়ন পত্র জমা
- » বাগেরহাট পৌরসভা নির্বাচনে মনোনায়ন পত্র জমা দিলেন তালুকদার রিনা সুলতানা
- » ব্যাপক ভোটার উপস্থিতি সরকার ও নির্বাচন ব্যবস্থার উপর আস্থারই বহিঃপ্রকাশ