মেহেরপুর প্রতিনিধি: বিশ্ব ব্যাপি করোনা ভাইরাসের মহামারী দেখা দেয়ায় সরকারী সতর্কতা মুলক ও ছাত্র-ছাত্রীদের নিরাপদে ও সামাজিক দুরুত্বে রাখতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ৩ মাসের বেশি সময় বন্ধ আছে। মানব উন্নয়ন কেন্দ্র মউক ও কমিউনিটি কর্তৃক পরিচালিত তৃণমুল মডেল একাডেমী একটি সতন্ত্র, ব্যতিক্রম ধর্মী ও গবেষনা মুলক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমঝুৃপি, বারাদী, ও পিরোজপুরে ৩টি একাডেমীর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সরকারি ঘোষনা অনুযায়ী সকল প্রতিষ্ঠানের পাশাপাশি তৃণমুল মডেল একাডেমী গুলো বন্ধ থাকলেও একাডেমীর শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী বাড়িতে বসে শিক্ষার পদ্ধতি তৈরী করে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত আছে। একাডেমীর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আশাদুজ্জামান সেলিম জানান, একাডেমী বন্ধ থাকলেও প্রায় ৫শতাধিক ছাত্র-ছাত্রীকে বাড়ীতে বসে মোবাইলের মাধ্যমে এসএমএস, অনলাইন ও জুম পদ্ধতিতে পাঠদান চালিয়ে নেয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের বাড়িতে বসে মায়ের পাহারায় অর্ধবার্ষিকী পরিক্ষার সকল প্রস্তুতি গ্রহণ করে আজ ২১শে জুন থেকে অর্ধবার্ষিকি পরিক্ষা শুরু করা হয় এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অভিভাবকদের পুর্ব থেকে পরিক্ষা নেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করা আছে। সকল স্বাস্থ্য বিধি মেনে পরিক্ষা সম্পন্ন শেষে, শিক্ষকগন উক্ত উত্তরপত্র সংগ্রহ করে পরিক্ষার মুল্যায়ন করবেন। করোনাকালীন সময়ে ছাত্র-ছাত্রীরা নিজ বাড়িতে থেকে, তাদের বাড়িতে যাতে করে বই পুস্তুকের সাথে সময় পার করতে পারে, তাই একাডেমীর পক্ষ থেকে প্রতিদিন ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের সাথে সিলেবাস অনুযায়ী পাঠদান সহ তাদের শারিরীক ও মানুষ্যিক উন্নয়নে যোগাযোগ অব্যহত রয়েছে। তৃণমুল মডেল একাডেমী এধরনের নব উদ্ভাবিত পাঠদান কৌশল ও পরিক্ষা নেয়ায় অভিভাবকগন একাডেমী কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জামালপুরের মেলান্দহে স্কুল পড়ুয়া শীশু ছাত্রী নির্যাতনে এলাকা বাসীর বিক্ষোভ ও মানববন্ধন
- » এলাকায় শোকের ছায়া ইঁদুর মারার ফাঁদে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু!!
- » বিশ্ববিদ্যালয়-মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
- » কুষ্টিয়ায় জমিয়তে তালাবায়ে আরাবিয়া এর প্রশিক্ষণ অনুষ্ঠিত
- » মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু কলেজের জমি দখলের পায়তারার প্রতিবাদে মানববন্ধন
- » জলঢাকায় ৮ মাস বেতন নেই ৪২ শিক্ষক কর্মচারীর : মানবেতর জীবনযাপন
- » পরীক্ষা পরে নিলে মহাভারত অশুদ্ধ হবে না : শিক্ষামন্ত্রী
- » জলঢাকায় ৮ মাস ধরে বেতন নেই ৪২ শিক্ষক কর্মচারীর : মানবেতর জীবনযাপন
- » রামগঞ্জে কৃতি শিক্ষার্থী ও কোরানে হাফেজদেরকে পুরুস্কার ও সংবর্ধনা অনুষ্ঠান
- » কুষ্টিয়া ইসলামিয়া কলেজে জেলা প্রশাসকের বিদায় অনুষ্ঠান