মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া),ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের পাঠানিশা গ্রামের প্রায় ২ শত বছরের প্রাচীন পুকুরের পানি নিস্কাশনের নালা বন্ধ করায় ভারী বর্ষণের কারণে উঠানে গিয়ে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কয়েক পরিবার বাড়ী ছাড়া। তাছাড়াও জলাবদ্ধতার কারণে ব্যাপক ফসলহানীর ঘটনা ঘটেছে। সরেজমিন এলাকায় গিয়ে দেখা গেছে এমনই চিত্র। এই বিষয়ে গ্রামের প্রায় অর্ধ শতাধিক লোক মিলে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পেতে ১৮ জুন ২০২০ নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এক লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে জানা গেছে, পাঠানিশা মৌজার প্রায় ৫ একর জায়গার উপরে নির্মিত ২ শত বছরের পুরাতন পুকুরের পানি নিস্কাশনের সরকারী নালার উপর কালভার্ট থাকলেও গ্রামের দুস মাহমুদ খানের ছেলে জোহাম খান, মিজান খান, মোনায়েম খান, লিটন মাস্টার, মোবারক ডাক্তার, কুমুদ বন্ধু রায়, মোশারফ মিয়া মিলে রাত্রের অন্ধকারে ড্রেজার দিয়ে মাটি ফেলে নালাটি বন্ধ করে দেয়। তাতে অতিরিক্ত পানি জমে ইদন মিয়ার ছেলে মফিজ মিয়া, ফারুক মিয়ার ছেলে রফিক মিয়া সহ তিনটি পরিবারের ঘর দরজা পানির নীচে তলিয়া যায়। বর্তমানে তারা জলাবদ্ধতার কারণে বাড়ী ছাড়া রয়েছে। তাছাড়াও পুকুরের চার পাড়ের অনেক ফসলি জমি তলিয়ে গেছে। তলিয়ে গেছে বিভিন্ন ফসলের ও বজি বাগান এবং ফুল-ফলাদির গাছ যেমন- আম, জাম, কাঠাল, পেঁপেঁ, কলার বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে পানিতে দুগর্ন্ধের কারণে চর্তুরপাশে লোকজন বসবাস করতে পারছে না। এ বিষয়ে জোহাম খানের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মালিকানা জায়গা আমরা ভরাট করেছি। ভোক্তভোগী দানা মাস্টার, বসু মিয়া, নরেশ দত্ত, যোতিশ দেব, হরি চন্দ্র দেব সহ সকল অভিযোগকারীরা জানান, প্রায় ২ শত বছরের পুরাতন নালাটি তারা জোরপূর্বক মাটি ফেলে ভরাট করার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি দ্রæত সমাধানের জন্য ভুক্তভোগীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » অসহায় দরিদ্র গৃহহীন ভূমিহীন মানুষের একমাত্র আস্থা ভরসার নাম শেখ হাসিনা
- » তেঁতুলিয়ায় দখলে থাকা পৈতৃক সূত্রে প্রাপ্ত খাসজমি সুলতান আলী ও তার স্ত্রী সোনাবানুর নামে বন্দোবস্ত
- » সুন্দরগঞ্জে ২শ’৭২ পরিবারে জমিসহ গৃহ হস্তান্তর
- » কালীগঞ্জের গ্রামীণ সড়ক অবৈধ ট্রলি ট্রাক্টরের দখলে অতিষ্ঠ পথযাত্রি
- » ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরে অভিযানে ২য় দিনে গুড়িয়ে দেওয়া হলো ১০ টি অবৈধ ইটভাটা
- » ঝিনাইদহে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- » শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
- » রামগঞ্জ পৌরসভা নির্বাচন প্রচার-প্রচারণায় এগিয়ে আ.লীগ!!
- » পায়রা বন্দরের ৭৫ কিমি দীর্ঘ রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বজায় রাখতে জরুরি রক্ষণাবেক্ষন ড্রেজিং উদ্বোধন
- » মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রে যাচ্ছে ইভিএম, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী