এ মন তোমায় খোঁজে
আওরঙ্গজেব কামাল
বৃষ্টি ভেজা এইি দিনে
কি দিবো তোমায়
ভাইরাসে আক্রান্ত হৃদয়
বন্ধ ঘরে চুপছে গেছে ভালোবাসা
হৃদয় কোম্পিত মৃত্যু ভয়ে
তবুও নিরাপদ দুরাত্ব রেখে
আপন জনদের অবজ্ঞায়
বন্ধ ঘরে ভালোবাসা কাতরায়।
বুকের ভেতর ঝড় উঠে
কষ্ট নদী উথাল-পাথাল
ঢেউয়ে ভেঙ্গে যায় সব স্বপ্ন ।
এ মন তোমায় খোঁজে
দুঃখে পুড়ে হৃদয়
অঝরে ঝরে জল নয়নে
খেয়ালী মন তোমায় খোঁজে
ভাবনার অকুল পাথারে
ছুটে করে আত্মসমর্পণ ।
জানে না তো কেউ
হৃদয়ের ফেসবুকে
কল্পনায় থাকি বিভোর।
হঠাৎ আতকে উঠি
দেখি পাশের কান্নার রোল
বজ্রপাতে নিহত প্রীতমার লাশ
মুর্হূতে গর্জে উঠে হৃদয়
অঝরে ঝরে জল নয়নে।
ভেঙ্গে যায় সব আশা
ভালোবাসা লুকায় কাপনে ।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কুষ্টিয়ায় কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত গ্রামের গৃহবধুরা
- » গার্ড অব অনারের পর দাফন সম্পন্ন দেওয়ানবাগী পীরের
- » কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ-এর নির্বাচনী তফসিল ঘোষনা
- » কবি আমিনুল ইসলামের “মহানায়ক শেখ মুজিবুর রহমান” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন
- » পীর সৈয়দ জাহাঙ্গীর সাহেবের জানাযা ও দাফন সম্পন্ন
- » খোলা আকাশের নিচে দূর্বিসহ জীবন
- » আজব দেশে চলছে আজব সব কারবার
- » খুঁজে পাক বাঙ্গালী তার স্বপ্ন।
- » কষ্টগুলো এখনো সুখের স্পর্শ খোঁজে
- » জীবনে অন্তর জুড়ে তুমি