মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার ৭নং দেবনগড় ইউনিয়ন পরিষদে দুঃস্থ মহিলাদের মাঝে ভালনারেবল গ্রুপ ডেভলবমেন্ট (ভিজিডি)’র চাল বিতরণের সময় প্রত্যেক উপকারভোগীর নিকট থেকে ২০ টাকা হারে আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
১৪ জুন/২০২০ রবিবার ৩০ কেজি করে ভিজিডির ৪৬৪ বস্তা চাল বিতরণের সময় প্রতি ৪৬৪ জন উপকারভোগীর নিকট থেকে ২০ টাকা হারে উৎকোচ নেওয়া হয়েছে।
ওই ইউনিয়নের নিজবাড়ি গ্রামের ফয়জুলের স্ত্রী সহিদা এবং আলমগীরের স্ত্রী আসমা বলেন, আমাদের কাছ থেকে চাল দেওয়ার সময় ২০ টাকা করে নিয়েছে।
ঐ একই ইউপি’র খেকী ডাংগী গ্রামের হামিদুলের স্ত্রী মরজিনা এবং খল্টাপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী মুক্তা বেগম জানান, আমরা চাল নিতে হাতে ২০টাকা নিয়ে না গেলে চালের মুখ দেখতে পাইনা। সকলে জানান, তাদের কাজ থেকে সরকারি ভিজিডি’র চালের বস্তা বাবদ ২০টাকা করে আদায় করা হয়েছে। তারা আরও জানান, আগে ১০ টাকা করে নেয়া হলে তাদের কাছ থেকে এখন নেওয়া হচ্ছে ২০ টাকা। তবে মুক্তা বেগম বলেন, একদিন ইউএনও স্যার আসলে সেদিনের মতে কোন টাকা নেয়া হয়নি। এতে বিতরনী তদারকি অফিসার ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
এব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিনউল হকের সাথে কথা হলে তিনি বলেন, যে টাকা নেয়া হয়েছে তা খরচের জন্য নেয়া হয়েছে।
অপরদিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায় মুঠোফোনে জানান, টাকা নেওয়ার বিষয়ে আমি অবগত নয়। তবে টাকা নেওয়ার কোন নির্দেশনা নেই। চেয়ারম্যান কেন টাকা নিল বিষয়টি দেখবেন জানিয়েছন।
ভিজিডিথর চাল বিতরণে টাকা নেয়ার ব্যপারে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আপনার কাছ থেকে জানতে পারলাম বিষয়টি চেয়ারম্যানকে বলব এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কলাপাড়ায় নিজের জমিতে দোকান ঘর তুলতে গিয়ে হামলার শিকার এক কৃষক
- » ডুমুরিয়ায় এক গৃহবধূকে কুপিয়ে জখম
- » মুজিব বর্ষে মাথা গোজার ঠাই পেলেন কালীগঞ্জের ১২ টি ভূমিহীন পরিবার
- » বাগেরহাটে ১৯টি হরিণের চামড়াসহ আটক -২
- » জামালপুরের ইসলামপুরে ভুয়া মুক্তিযোদ্ধা সন্তান ও ভুয়া সনদধারী শহিদুল্লাহ গ্রেপ্তার
- » নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- » কুষ্টিয়া সীমান্তে মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি
- » র্যাব ও বন বিভাগের অভিযানে বাঘের চামড়াসহ এক চোরা শিকারি আটক
- » কলাপাড়ায় গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার
- » কালীগঞ্জের ইউপি চেয়ারম্যান নাসির ও তাঁর দুই স্ত্রীরসহ ১১ টি ব্যাংক হিসাব জব্দ