সুখের স্বপ্নের নীড়ে
আওরঙ্গজেব কামাল
সুখের স্বপ্নের নীড়ে
অন্তহীন মূহর্তে বিষাদের জ্বালায়
মৃত্যুর প্রতিক্ষায়,
অবিরাম ব্যার্থ লড়াই প্রতিটা মূহর্তে
পারিনা দিতে প্রেম ভালোবাসা।
অদৃশ্য হয়েছো তুমি নয়নে,
অতি কাছে তুমি তবুও রয়েছো দুরে-
অজানা পথে স্বপ্নের ঘোরে,
চলেছো কোন সর্গের খোঁজে।
তোমার দুটি চোখে স্বপনের নীড়ে
মোহনীয় সৌরভে মন মুগ্ধ হয়ে।
সুখের স্বপ্ন বুনছো আপন মনে।
তোমার চাহনির মাঝে কত প্রশ্ন জাগে,
উৎসাহিত আলোর ঝলকে।
অজস্র প্রশ্নের জবাব খুঁজি আমি,
স্বার্থপরের মতো কেন রয়েছে মুখ লুকিয়ে।
সত্যি বিশ্বাস হয় না এখনো ,
তুমি যাবে আমায় চিরতরে ছেড়ে।
অঙ্গে তোমার সাদা বেনারশি,
দু হাত রাঙ্গানো মেহেদীতে
কপালে সাদা তিলক
মুখটা রয়েছো ঘোমটায় ঢেকে।
হৃদপিণ্ডের গভীর অরণ্যে –
হানা দেয় কত জমানো স্বপ্ন,
পুষ্পের সজ্জিত কাননে
সমুদয় প্রসন্ন চিত্তে বসন্ত নবোদয়ে।
কবে পাবো তোমায় স্বর্গ তরে,
অন্তরঙ্গ আলিঙ্গনে-
সাজাবো সেথায় বধু রুপে,
দেখবো আমি নয়ন ভরে।
তোমার রূপের মোহিত হয়ে
রবো হেতায় প্রেমালয়ে ।
সুখের স্বপ্নের নীড়ে
লুকাবো অন্তরলে চিরস্হায়ী।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কুষ্টিয়ায় কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত গ্রামের গৃহবধুরা
- » গার্ড অব অনারের পর দাফন সম্পন্ন দেওয়ানবাগী পীরের
- » কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ-এর নির্বাচনী তফসিল ঘোষনা
- » কবি আমিনুল ইসলামের “মহানায়ক শেখ মুজিবুর রহমান” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন
- » পীর সৈয়দ জাহাঙ্গীর সাহেবের জানাযা ও দাফন সম্পন্ন
- » খোলা আকাশের নিচে দূর্বিসহ জীবন
- » আজব দেশে চলছে আজব সব কারবার
- » খুঁজে পাক বাঙ্গালী তার স্বপ্ন।
- » কষ্টগুলো এখনো সুখের স্পর্শ খোঁজে
- » জীবনে অন্তর জুড়ে তুমি