বুলবুল, ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দক্ষিণ চর বাগাট গ্রামে বড় ভাই খুন করল ছোট ভাইকে মাত্র একশত টাকার জন্য।যানাযায় বাগাট ইউনিয়নের দক্ষিন চর বাগাট গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্র তামজিদ মোল্লাকে (১৪) একশত টাকা দেন তার মা। ওই টাকা তামজিদ এর কাছে চায় তারই বড় ভাই নাজমুল মোল্লা (২৪)। কিন্তু তামজিদ টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার বেলা ১১ টায় ছোট ভাইকে বাড়ির পার্শ্ববর্তী মাঠে ডেকে নিয়ে যায় বড় ভাই নাজমুল এবং ছোট ভাই তামজিদকে গলা টিপে হত্যা করে সে।ছোট ভাইকে হত্যা করে নিজেই বাড়িতে এসে বিষয়টি জানায়। পরে বাড়ির লোকজন তামজিদকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার জানান, মৃত অবস্থায় তামজিদকে হাসপাতালে আনা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বড় ভাই নাজমুল মাদকসেবী। মাদক কেনার জন্য ছোট ভাইয়ের কাছে টাকা চায় সে। কিন্তু ছোট ভাই টাকা না দেয়ায় তাকে গলা টিপে হত্যা করেছে নাজমুল। নাজমুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলবে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ঢাকা প্রেস ক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত
- » চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে : সেতুমন্ত্রী
- » ভারতের সঙ্গে মৈত্রীবন্ধন আমাদের উন্নয়নে সহায়ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
- » বাগেরহাট শরণখোলায় করোনায় ক্ষতিগ্রস্ত বনজীবিদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান
- » শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা টিকা এসেছে : তাপস
- » মুজিববর্ষে মঠবাড়িয়ায় ভূমিহীন ও গৃহহীনদের ৪০ টি ঘর উদ্বোধন
- » গৃহহীন পরিবারকে ঘর দিতে পারছি, এটি আমার সবচেয়ে আনন্দের : প্রধানমন্ত্রী
- » ডুমুরিয়ায় মটর সাইকেল-বাস মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত
- » গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেন এমপি খোকন
- » আমরা অসহায় শ্রমিকদের পাশে ছিলাম আছি এবং থাকবো : এ্যাড.মাহবুবুর রহমান ইসমাইল