মোস্তফা মহসিন,(নোয়াখালী) : নোয়াখালীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।এপর্যন্ত জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১২৪৭জন। রেডজোন হিসেবে পুনরায় লকঢাউন দেয়া হলেও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দৃরত্ব বজায় রাখার নিয়ম। বেগমগঞ্জসহ জেলায় করোনা ভাইরাসের সংক্রমন হার বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী ২৩ জুন পর্যন্ত চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা এবং জেলা শহরসহ সদর উপজেলাকে রেডজোন হিসেবে চিন্থিত করে পুনরায় কঠিন লকঢাউন এর ঘোষনা দিয়েছে জেলা প্রশাসন। গত ২৪ ঘন্টায় ৩৯০ টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১২৪৭জন। নতুন আক্রান্তের মধ্যে জেলার সদরে ২৫জন, বেগমগঞ্জে ৩০জন, সোনাইমুড়িতে ১জন, চাটখিলে ৭ জন,সেনবাগে ৪ জন,সুবর্নচরে ৩ জন ও কোম্পানীগঞ্জ উপজেলায় ৩ জন। এনিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২৪৭ জন। গত ২৪ ঘন্টায় ২ জনসহ জেলায় মারা গেছে এ পর্যন্ত ৩৫ জন, যার মধ্যে বেগমগঞ্জে মারা গেছে ২০ জন ,সেনবাগে ৬জন, সদরে ৪জন, সোনাইমুড়িতে ২জন,চাটখিলে ১জন,সুবর্নচরে ১জন, ও কবিরহাট উপজেলায় ১জন। গত ২৪ ঘন্টায় ৩১জনসহ এ পর্যন্ত ২৮৮জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী,ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছে। জেলার গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে জনসমাগম বেশী। নোয়াখালীতে সবচেয়ে বেশী করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা। এ উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫১১ জন। যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই চৌমুহনী পৌরসভার বাসিন্দা এবং শনাক্ত হওয়া ব্যাক্তিদের বেশীর ভাগই চৌমুহনী বাজারের ব্যাবসায়ী। বেগমগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২০ জন।চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ এবং জেলা সদর উপজেলাকে গত মঙ্গলবার ভোর থেকে রেডজোন হিসেবে চিন্থিত করে পুনরায় কঠিন লকঢাউন ঘোষনা করলেও স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়াই রাস্তাঘাটে ও হাটবাজারে চলাচল করছে অনেকেই। প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেও যানবাহনে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে।প্রধান সড়কের পাশে দোকানপাঠ বন্ধ থাকলেও বাজার গুলোর ভেতরের গলিতে দোকানপাঠ খোলা রেখে বিভিন্ন কৌশলে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা করছে অনেকেই। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন অফিস ও তথ্য অফিস সৃত্র জানায়, নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১২৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী , জনপ্রতিনিধি ও ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছে।যার মধ্যে জেলায় মারা গেছে এ পর্যন্ত ৩৫ জন। জেলায় আক্রান্ত ১২৪৭ জনের মধ্যে বেগমগঞ্জে ৫১১ জন, সদরে ৩৬৬জন, সোনাইমুড়িতে ৬৩ জন, হাতিয়ায় ৯জন, সেনবাগে ৭১ জন, চাটখিলে ৯০জন, কবিরহাটে ৮৩জন, কোম্পানীগঞ্জ উপজেলায় ১৭জন ও সুবর্নচর উপজেলায় ৩৭জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৩৫ জন, সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন ২৮৮জন। জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. মোমিনুর রহমান জানান, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর,সর্দি ও কাশিতে ভুগছিল। নমুনা সংগ্রহ করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো নমুনার মধ্যে ৩৯০টি নমুনা পরীক্ষার ফলাফলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয় এনিয়ে জেলায় মোট ১২৪৭ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা অশিম কুমার দাশ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৩০জন শনাক্ত সহ বেগমগঞ্জ উপজেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা এখন ৫১১ জন এবং গত ২৪ ঘন্টায় ১জন সহ এ পর্যন্ত মারা গেছে ২০জন, যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই চৌমুহনী পৌরসভার বাসিন্দা এবং শনাক্ত হওয়া ব্যাক্তিদের বেশীর ভাগই চৌমুহনী বাজারের ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা – কর্মচারী ও জনপ্রতিনিধি।এটা খুবই উদ্বেগ ও আতংকের বিষয় বলে উল্লেখ করেন ওই স্বাস্থ্য কর্মকর্তা ।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কালিয়ায় নৌকার কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ
- » কলাপাড়ায় অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্নালংকার লুট
- » নাসিরনগরে গ্রেপ্তারী পরোয়ানার আসামী পালিয়ে বিদেশ যাওয়ার চেষ্ঠা ব্যর্থ
- » বকশীগন্জে একমাত্র আদিবাসী বীর মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
- » বাগেরহাট পৌরসভা নির্বাচনে বাকী তালুকদারের মনোনয়ন পত্র জমা
- » সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে -এমপি হেলাল
- » কমলনগরে বিকল্পধারার নেতার বিরুদ্ধে মানববন্ধন
- » মঠবাড়িয়ায় মসজিদ ও মাদ্রাসা মাঠের মাটি কেঁটে নিল এক ভূমিদস্যু ॥ থানায় জিডি
- » অন্যের ক্ষতি করার অধিকার কারও নেই: সজীব ওয়াজেদ জয়
- » নাসিরনগরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন