মোস্তফা মহসিন,(নোয়াখালী) : নোয়াখালীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।এপর্যন্ত জেলায় হাজার ছাড়িয়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দৃরত্ব বজায় রাখার নিয়ম। বেগমগঞ্জসহ জেলায় করোনা ভাইরাসের সংক্রমন হার বেড়ে যাওয়ায় মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী ২৩ জুন পর্যন্ত চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা এবং জেলা শহরসহ সদর উপজেলাকে রেডজোন হিসেবে চিন্থিত করে পুনরায় কঠিন লকঢাউন এর ঘোষনা দিয়েছে জেলা প্রশাসক তন্ময় দাস। গত ২৪ ঘন্টায় ২৪৭ টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে।এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১০৬৯জন। নতুন আক্রান্তের মধ্যে জেলার সদরে ৩০ জন, বেগমগঞ্জে ২৫জন, সেনবাগে ১জন, হাতিয়ায় ৩জন,ও কবির হাট উপজেলায় ১জন। এনিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০৬৯ জন। গত ২৪ ঘন্টায় ২ জনসহ জেলায় মারা গেছে এ পর্যন্ত ৩০ জন, যার মধ্যে বেগমগঞ্জে মারা গেছে ১৮ জন। এ পর্যন্ত ২০১ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী,ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছে। জেলার গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে জনসমাগম বেশী। নোয়াখালীতে সবচেয়ে বেশী করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা। এ উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮০ জন। যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই চৌমুহনী পৌরসভার বাসিন্দা এবং শনাক্ত হওয়া ব্যাক্তিদের বেশীর ভাগই চৌমুহনী বাজারের ব্যাবসায়ী।বেগমগঞ্জে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৮জন ।নোয়াখালী-৩, বেগমগঞ্জ আসনের সাংসদ মামুনুর রশিদ কিরন জানান,বেগমগঞ্জসহ জেলায় করোনা ভাইরাসের সংক্রমন হার বেড়ে যাওয়ায় রোববার জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এক জরুরী সভায় চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ এবং জেলা সদর উপজেলাকে মঙ্গলবার ভোর থেকে রেডজোন হিসেবে চিন্থিত করে পুনরায় কঠিন লকঢাউন এর সিদ্বান্ত নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। এদিকে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়াই রাস্তাঘাটে ও হাটবাজারে চলাচল করছে অনেকেই। যানবাহনে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস ও তথ্য অফিস সৃত্র জানায়, নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১০৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ,ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছে।যার মধ্যে জেলায় মারা গেছে এ পর্যন্ত ৩০ জন। জেলায় আক্রান্ত ১০৬৯ জনের মধ্যে বেগমগঞ্জে ৪৮০ জন, সদরে ২৭৩জন, সোনাইমুড়িতে ৫৫ জন, হাতিয়ায় ৯জন, সেনবাগে ৬৭জন, চাটখিলে ৭১জন, কবিরহাটে ৭৭জন, কোম্পানীগঞ্জ উপজেলায় ৯জন ও সুবর্নচর উপজেলায় ২৮জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৩০ জন, সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন ২০১ জন। জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. মোমিনুর রহমান জানান, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর,সর্দি ও কাশিতে ভুগছিল। নমুনা সংগ্রহ করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো নমুনার মধ্যে ২৪৭টি নমুনা পরীক্ষার ফলাফলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয় এনিয়ে জেলায় মোট ১০৬৯ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা অশিম কুমার দাশ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৫জন শনাক্ত সহ বেগমগঞ্জ উপজেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা এখন ৪৮০ জন এবং গত ২৪ ঘন্টায় ১জন সহ এ পর্যন্ত মারা গেছে ১৮জন, যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই চৌমুহনী পৌরসভার বাসিন্দা এবং শনাক্ত হওয়া ব্যাক্তিদের বেশীর ভাগই চৌমুহনী বাজারের ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারী।এটা খুবই উদ্বেগ ও আতংকের বিষয় বলে উল্লেখ করেন ওই স্বাস্থ্য কর্মকর্তা ।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যার ৫ ঘন্টা পর অপর প্রার্থীর লাশ উদ্ধার
- » কলাপাড়ায় বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা
- » কমলনগরে নবজাতকের লাশ কুকুরের টানাহেঁচড়া
- » কুষ্টিয়ায় দাদা-দাদির কবরের পাশে শায়িত স্কুলছাত্রী আনুশকা নুর: শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
- » আশুলিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
- » জয়পুরহাটে জেলা অফিসারের বক্তব্য নিতে বাধা পরিদর্শকের অফিসারের ভুল স্বীকার
- » ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নে বইছে ভোটের হাওয়া : মনোনয়ন প্রত্যাশী আ‘লীগ ৭ বিএনপির ২
- » নড়াইলে পুলিশের লাঠিচার্জে প্রতিবন্ধিসহ আহত ৯ জন
- » সাভারের বেদে পল্লীতে অদ্ভূত আকৃতির শিশুর জন্ম
- » রাজশাহীতে ইভিএম ছিনতাই, চার পুলিশসহ আহত ১০