ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ, (ঝিনাইদহ) প্রতিনিধি ; গণপরিবহন চলাচলের ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না লেগুনায়। একজনের অন্যজনের গা ঘেঁষে বসা,মুখে মাস্ক- ব্যবহার না করার পুরনো চিত্র দেখা গেছে এই গণপরিবহনে। রোববার ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঝুঁকিপূর্ণ গণপরিবহনের তালিকায় রয়েছে লেগুনা। তুলনামূলক ছোট আকারের এই গণপরিবহনটির মাত্রাতিরিক্ত গতিতে ছুটে চলা ও অপক্ক চালক দিয়ে গড়ি চালানোর অভিযোগ রয়েছে পরিবহনটির বিরুদ্ধে। টানা ৬৭ দিন বন্ধ থাকার পর সরকারের পক্ষ থেকে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়েছে। দীর্ঘ ছুটির পর স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়েছে । তবে সে দূরত্ব মানা হচ্ছে না লেগুনায়।প্রতিটি লেগুনায় চালকের পাশের আসনে দুইজন। পেছনে দিকে দুই পাসে পাঁচ জন করে দশ জন, মোট ১২ জন যাত্রী পরিবহন উঠানো হচ্ছে। এতে প্রতি জনের মধ্যে এক ফুটতো দুরের কথা চার আঙ্গুলেরও দূরত্ব থাকছে না। বসছেন মুখোমুখি। ফলে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্বের কিছুই মানা হচ্ছে না। আবার যাত্রীর মধ্যেও অসচেতনায় ঘাটতি নেই। কালীগঞ্জ থেকে বারবাজার ও ঝিনাইদহ রুটে চলাচলকারী পরিবহনের কয়েকটি লেগুনায় মুখে মাস্ক ছাড়া যাত্রী চলাচল করতে দেখা গেখে। হাতেগোনা দুই একজনের মুখে মাস্ক থাকলেও বাকিদের মুখে নেই।পরিচয় প্রকাশ না করার শর্তে পরিবহনটির একজন চালক বলেন, আমরাও জানি সামাজিক দুরত্ব মানা হচ্ছে না। কিন্তু কি করার আছে। লেগুনার বডিই ছয় ফুটের। এর মধ্যে তিন ফুট দূরে দূরে লোক বসায় কি করে ? ওই হিসাবে যাত্রী নিতে গেলে এক ট্রিপে চার জনের বেশি যাত্রী নেওয়া যায় না। যাত্রীদের অসাবধানতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, আমরা কি যাত্রীদের মাস্ক কিনে দেব ? এরা ভয় পায় না, মানে না। সকাল থেকেই দেখছি বহুত লোকের মুখে মাস্ক নাই। এইখানে আমাদের কি করার আছে। এছাড়া এতদিন লকডাউন চললেও তার মধ্যেই কালীগঞ্জে রুটে চলাচল করেছে লেগুনা। সামাজিক দূরত্ব না মেনে চালকের আসনের পাশে দুইজন। পেছনে আসনে মুখোমুখি যাত্রী নিয়ে চলাচল করছে এই পরিবহনটি। এতে করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রে যাচ্ছে ইভিএম, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী
- » নাসিরনগর গোয়ালনগরে মোটর সাইকেল চালকদের কাছে অসহায় এলাকাবাসী
- » জামালপুরের সরিষাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ হারালো চাচা ভাতিজা
- » কালীগঞ্জে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে জনগনের অকল্যাণ করে রাতারাতি উধাও ”জনকল্যাণ ফাউন্ডেশন
- » সরকারি নির্দেশনা মানছে না কালীগঞ্জ ডক্টর’স প্রাইভেট হাসপাতাল অজ্ঞান ডাক্তার ছাড়াই চলছে অপারেশন
- » কুষ্টিয়াসহ বন্ধ ঘোষিত ৬টি চিনিকল চালুর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ
- » রামগঞ্জ পৌরসভায় স্থানীয়দের মাঝে কৌতূহল চলছে পরিবার কেন্দ্রীক নির্বাচনী লড়াই!!
- » কলাপাড়া পৌর নির্বাচন-২০২১ তৃণমূলের ভোটের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ
- » কালিয়ায় ভেস্তে গেছে কর্মসৃজন প্রকল্প, তালিকাভুক্ত শ্রমিকের বদলে মাটি কেটেছে শিশুরাও
- » আশাশুনির বড়দলে সাড়ে ৩ একর খাস জমি অবৈধ দখলমুক্ত