মোঃ শামীম আহমেদঃ সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।শুক্রবার দিবাগত গভীর রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সামাদ দেওয়ানের মালিকানাধীন দুই তলা বিশিষ্ট ভাড়া বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে। নিহত মমিন আলী (৩৫) ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার চন্দরিয়া গ্রামের আমির আলীর ছেলে। তিনি ও তার স্ত্রী কাশমিরা আক্তার আশুলিয়ার নরসিংহপুর এলাকার ডেকো গার্মেন্টে সুইং সেকশনে কাজ করতেন। তাদের দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে।নিহতের প্রতিবেশী ও বাড়ির মালিক সামাদ দেওয়ান জানান, প্রায় দেড় মাস পূর্বে সামাদ দেওয়ানের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ ভাড়া নেয় স্থানীয় ডেকো গার্মেন্টের শ্রমিক মমিন আলী ও কাশমিরা আক্তার দম্পতি। এরপর গতকাল শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে কাশমিরার চিৎকারের ঘুম ভাঙ্গে তাদের। এসময় কক্ষ ভিতর থেকে তালা দেয়া ও স্বামী মমিন মারা গেছে বলে তাদের জানায় স্ত্রী কাশমিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মমিনের গলাকাটা রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ও নিহতের স্ত্রী কাশমিরাকে থানায় নিয়ে যায়।এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক টুম্পা সাহা জানান, পারিবারিক কলহের জের ধরেই স্ত্রী কাশমিরা তার স্বামী মমিনকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় প্রাথমিক ভাবে অভিযুক্ত নিহতের স্ত্রী কাশমিরাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিক হাফিজের বাসায় ককটেল বিস্ফোরনের ঘটনায় বাংরাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের তীব্র প্রতিবাদ
- » অস্ত্র মামলায় স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের বিরুদ্ধে অভিযোগপত্র
- » বরগুনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদকের বাড়িতে ককটেল বিস্ফোরন
- » অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক খাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
- » নোয়াখালীতে বিবস্ত্র করে চিকিৎসক ও গৃহবধু নির্যাতন, গ্রেপ্তার-৫
- » জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত – ৭
- » নার্সিং কোর্স পরিচালনায় মেডিকেল টেকনোলজি বোর্ড গঠনের দাবি
- » ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ আ’লীগের ৩ বিএনপি একক
- » মোংলা পোর্ট পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ প্রার্থী শেখ আব্দুর রহমান
- » বাগেরহাট পৌর নির্বাচনে মোট ৩৬ জনের মনোনায়ন পত্র জমা