যশোর প্রতিনিধিঃ বেনাপোলের সীমান্ত থেকে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ডিসকভার মোটরসাইকেলসহ শেখ সেলিম (৫০) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক সেলিম বেনাপোল পোর্ট থানাধীন পাঠবাড়ি গ্রামের মৃত শেখ শাহজানের ছেলে।
শনিবার (৬ই জুন) সকালে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে খবর আসে একজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে ফেন্সিডিল বোঝাই করে পুটখালী থেকে বেনাপোলের দিকে আসছে। এমন খবরে একটি মোটরসাইকেলকে গতিরোধ করলে চালক নিজেকে সাংবাদিক হিসাবে পরিচয়দান করেন। পরে তার গতিবিধি দেখে সন্দেহ হলে তার শরীর ও মোটরসাইকেল তল্লাসী করে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জানাযায়, আটক সেলিম দীর্ঘদিন বিদেশে ছিলো। দেশে এসেই সে হোমিওপ্যাথিক চিকিৎসক ও সাংবাদিক পরিচয়ে এলাকায় বেশ পরিচিত হয়ে উঠে।
গোপনে সে মাদক ব্যবসা করে এটা শুনে এলাকার সাধারণ মানুষ অবাক হচ্ছেন।তবে তার স্ত্রী দাবি করছেন তার স্বামীকে ফাঁসানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, ২১ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শেখ সেলিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করমাদক আইনে মামলা দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছে।
আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ৬০ পৌরসভায় দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে
- » সরকারের সঠিক সিন্ধান্তে করোনার মধ্যেও শিক্ষা ব্যবস্থা সচল রয়েছে : চেয়ারম্যান বিএসডব্লিইএফ
- » সরকার করোনায় মধ্যেও সরকার অর্থনীতির চাকা সচল রেখেছেন : আওরঙ্গজেব কামাল
- » বাগেরহাট পৌরসভা নির্বাচনে বাকী তালুকদারের মনোনয়ন পত্র জমা
- » মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রে যাচ্ছে ইভিএম, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী
- » মোংলা পোর্ট পৌরসভায় নির্বাচনি সহিংসতায় কাউন্সিলর প্রার্থীসহ নারীসহ আহত- ৮
- » শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যার ৫ ঘন্টা পর অপর প্রার্থীর লাশ উদ্ধার
- » জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরাতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
- » শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাই খুন, ৫ ঘণ্টা পর মিলল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লাশ
- » ভোটের দুদিন আগে করোনায় সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থীর মৃত্যু