বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দুই মাস বন্ধ রাখার পর দূরপাল্লাসহ অভ্যন্তরীণ ১৬টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সোমবার সকাল থেকে এসব রুটে বাস চলাচল শুরু হয়েছে বলে বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার জানান।
তিনি বলেন, “প্রতিটি বাসে হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং চালক ও তার সহকারীদের মাস্ক হ্যান্ড গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যে সকল বাস মালিক ও চালক সরকারের নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘুরে দেখা গেছে- বাসগুলোতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী তুলছে চালকরা। যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে ও হাতে জীবানুনাশক ছিটিয়ে বাসে ওঠানো হচ্ছে, যাত্রীরা সামাজিক দূরত্ব বজায় রেখে সিটে বসছেন। যাত্রীদের পাশাপাশি বাস চালক ও তাদের সহকারীদের মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে দেখা গেছে।
বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে প্রতিটি বাসের চালকেদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং কোনো কোনো বাসের চালকদের পিপিই দেওয়া হয়েছে।
বাস চলাচলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না জানতে চাইলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান বলেন, “যেসব রুটে বাস চলাচল করছে, সেখানে যাত্রীরা যেকোনো স্টপেজে নামতে পারবে, কিন্তু পথে কোনো যাত্রীকে বাসে উঠানো যাবে না। যদি কোনো বাসের মালিক স্বাস্থ্যবিধি না মানেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ঢাকা প্রেস ক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত
- » চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে : সেতুমন্ত্রী
- » ভারতের সঙ্গে মৈত্রীবন্ধন আমাদের উন্নয়নে সহায়ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
- » বাংলাদেশ এখন আর ভিক্ষা নেয় না বরং ভিক্ষা দেয় : আলহাজ্ব মির্জা আজম এমপি
- » কালিয়ায় নৌকার কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ
- » বাগেরহাট শরণখোলায় করোনায় ক্ষতিগ্রস্ত বনজীবিদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান
- » মঠবাড়িয়ায় রহস্য জনক নববধূ নিখোঁজ ॥ থানায় জিডি
- » টিকা ব্যবস্থাপনা নিয়েও অপপ্রচার করছে বিএনপি : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
- » শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা টিকা এসেছে : তাপস
- » আমাদের রাজনীতিটা বিত্তের কাছে বিক্রি করতে পারি না : তথ্যমন্ত্রী