আশাশুনি প্রতিনিধি : আশাশুনির ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফলে ১৬৮ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত ফলাফলের খবর পাওয়া বিদ্যালয়গুলোর মধ্যে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১২৫ জনই শতভাগ কৃতকার্য। যার মধ্যে এ+ ২৪, এ ৮২, এ- ১৬, বি ২, সি ১ জন। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে ১৪৫ জন পরীক্ষার্থীর শতভাগ কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ ২৬, এ ৬৮, এ- ৪১, বি ৯, সি ১ জন। কুন্দদুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে ১২৩ জনে ১২০ জন কৃতকার্য। যার মধ্যে এ+ ১৭, এ ৩৭, এ- ৩৪, বি ২৪, সি ৮ জন। বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ে ৭৩ জনে ৭২ জন কৃতকার্য। যার মধ্যে এ+ ১৭, এ ৪৫, এ- ৮, বি ২ জন। দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুলে ১৭৫ জনের মধ্যে ১৪৯ জন কৃতকার্য। যার মধ্যে এ+ ১৫, এ ৩৭, এ- ২৬, বি ৩৭, সি ৩৩ জন। কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ে ৮৯ জনে ৮৯ জন কৃতকার্য। যার মধ্যে এ+ ১২, এ ৩৫, এ- ২৮, বি ১১, সি ৩ জন। মিত্র তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৮৬ জনে ৭২ জন কৃতকার্য। যার মধ্যে এ+ ১২, এ ২৪, এ- ২১, বি ১১, সি ৪ জন। শরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪৯ জনই শতভাগ কৃতকার্য। যার মধ্যে এ+ ১১ জন। মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ৫১ জনই শতভাগ কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ ৬, এ ১৯, এ- ১৪, বি ৮, সি ৪ জন। গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ে ৪৯ জনই শতভাগ কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ ৬, এ ১৮, এ- ১৩, বি ১২ জন। বলাবাাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫৭ জনের মধ্যে ৫৬ জন কৃতকার্য। যার মধ্যে এ+ ৫, এ ১৯, এ- ১০, বি ২২ জন। বড়দল কলেজিয়েট স্কুলে ১২৪ জনের মধ্যে ১২২ জন কৃতকার্য। যার মধ্যে এ+ ৫, এ ৪০ জন। কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ১১৪ জনের মধ্যে ১১০ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ ৪, এ ৩৫, এ- ৩৩, বি ২০, সি ১৮ জন। কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৪ জনের মধ্যে ৬১ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ ৩, এ ১৩, এ- ১৫, বি ১৯, সি ১১ জন। চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫৭ জনের মধ্যে ৫৬ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ ২, এ ৯, এ- ১৭, বি ৯, সি ১৯ জন। তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ১০২ জনের মধ্যে ৮৯ জন কৃতকার্য হয়েছে। এ+ ২, এ ৩৫, এ- ২০, বি ২১, সি ১০ জন। আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২২ জনই শতভাত কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ ১, এ ১০, এ- ৭, বি ৪ জন। কাদাকাটি বালিকা বিদ্যালয়ে ১৩ জনের মধ্যে ১১ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ ১, এ- ৫, বি ৫ জন। ত্রয়োদশ পল্লী বিদ্যালয়ে ২৪ জনই শতভাগ কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ ১১, এ- ৮, বি ২, সি ৩ জন। গুনাকরকাটি মাধ্যমিক বিদ্যালয়ে ৫৯ জনই শতভাগ কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ ২৫, এ- ১২, বি ১২, সি ১০ জন। দিঘলারআইট মাধ্যমিক বিদ্যালয়ে ২৯ জনের মধ্যে ২৮ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ ১৩, এ- ৬, বি ৮, সি ২ জন। উল্লেখ্য, বাকী স্কুলগুলির ফলাফল এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি।
আশাশুনি সদর ইউপির ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সকালে সদর ইউনিয়ন পরিষদ হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট ঘোষণা করা হয়েছে। সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজার সভাপতিত্বে ইউপি সচিব প্রভাষ কুমার মন্ডল ২০২০-২১ অর্থ বছরের জন্য প্রকাশ্য ২,৬১,২২,৪৫৪ টাকার বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহিনুর আলম, তারক চন্দ্র মন্ডল, তারিকুল আওয়াল, শেখ মনিরুল ইসলাম, মিজানুর গাজী, দিলীপ কুমার মন্ডল, আব্দুস সাত্তার, সন্তোষ কুমার মন্ডল, সিরাজুল ইসলাম, রোজিনা পারভীন ময়না, মোছাঃ পারুল আক্তার, ইন্দ্রানী মন্ডল, যুবলীগ নেতা পরেশ অধিকারী, দফাদার মনিরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ঝিনাইদহে পরীক্ষা ও অনলাইন ক্লাস বাতিলের দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সড়ক অবরোধ
- » সরকারের সঠিক সিন্ধান্তে করোনার মধ্যেও শিক্ষা ব্যবস্থা সচল রয়েছে : চেয়ারম্যান বিএসডব্লিইএফ
- » কারিগরি শিক্ষায় ভাতের অভাব হয় না : প্রতিমন্ত্রী ফরহাদ
- » কলাপাড়ায় প্রধান শিক্ষককে পেটানোর প্রতিবাদে কলেজ-স্কুল শিক্ষকদের মানববন্ধন ও পদযাত্রা
- » কলাপাড়ায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির চেয়ারের আঘাতে প্রধান শিক্ষক আহত
- » ভান্ডারিয়ায় গলায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা
- » চার দফা দাবীতে জয়পুরহাটে বাপছাপের মানববন্ধন
- » বাগেরহাটে দক্ষিণ হাড়িখালি মডেল স্কুলের প্রধান ফটকের উদ্বোধন
- » জলঢাকায় বই বিতরণ উৎসব উদ্বোধন
- » বর্তমান সরকার সঠিক পরিকল্পনার মাধ্যমে শিক্ষার মান ঠিক রেখেছে : আওরঙ্গজেব কামাল