মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর ফেরত আরও ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে।
৯জন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ জন, আটোয়ারী উপজেলায় ২ জন, দেবীগঞ্জ উপজেলায় ৬ জন।
শুক্রবার রাতে ৯ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান।
এরা সবাই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ফেরত গার্মেন্টসকর্মী।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ জনের বাড়ি পৌর এলাকার রাজনগরে। আটোয়ারী উপজেলার আক্রান্ত ২ জনের বাড়ি রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর। এর মধ্যে একজন নারী রয়েছেন। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়িতে ফেরেন এবং বলরামপুর ইউনিয়নের চামেশ্বরীতে এবং দেবীগঞ্জ উপজেলার আক্রান্ত ৬ জনের মধ্যে ৪ জনের বাড়ি সুন্দরদিঘী ইউনিয়নের বাগদহ, চেংঠিহাজরাডাঙ্গা, চিলাহাটি ইউনিয়নে।
তাদের বয়স যথাক্রমে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। সম্প্রতি তারা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ হতে নিজ গ্রামের বাড়িতে ফেরেন এবং সবাই গার্মেন্টসকর্মী। তখন থেকে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ২৭ মে তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ২৯ মে তাদের করোনা পজিটিভ এসেছে।
সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১০৮৮ জনের নমুনা সংগ্রহ করার পর ১০০৮ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ৬৪ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে সদর উপজেলায় ২০ জন, আটোয়ারী উপজেলায় ৪ জন, বোদা উপজেলায় ৬ জন, দেবীগঞ্জে ২৭ জন এবং তেঁতুলিয়ায় ৭ জন।
ইতিমধ্যে ১০ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুইজনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
- » রামগঞ্জ পৌরসভা নির্বাচন প্রচার-প্রচারণায় এগিয়ে আ.লীগ!!
- » পায়রা বন্দরের ৭৫ কিমি দীর্ঘ রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বজায় রাখতে জরুরি রক্ষণাবেক্ষন ড্রেজিং উদ্বোধন
- » মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রে যাচ্ছে ইভিএম, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী
- » নাসিরনগর গোয়ালনগরে মোটর সাইকেল চালকদের কাছে অসহায় এলাকাবাসী
- » জামালপুরের সরিষাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ হারালো চাচা ভাতিজা
- » কালীগঞ্জে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে জনগনের অকল্যাণ করে রাতারাতি উধাও ”জনকল্যাণ ফাউন্ডেশন
- » সরকারি নির্দেশনা মানছে না কালীগঞ্জ ডক্টর’স প্রাইভেট হাসপাতাল অজ্ঞান ডাক্তার ছাড়াই চলছে অপারেশন
- » কুষ্টিয়াসহ বন্ধ ঘোষিত ৬টি চিনিকল চালুর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ
- » রামগঞ্জ পৌরসভায় স্থানীয়দের মাঝে কৌতূহল চলছে পরিবার কেন্দ্রীক নির্বাচনী লড়াই!!