ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ, (ঝিনাইদহ) প্রতিনিধি : করোনার মহামারিতে কর্মহীন অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ সহায়তার ২৫’শ টাকার নামের তালিকা ওয়ার্ডে ওয়ার্ডে ঝুলিয়ে দিলেন ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর। তিনি বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত তার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিশেষ বিশেষ স্থানে ওই নামের তালিকা ঝুলিয়েছেন। এ সময়ে তার পরিষদে উপস্থিত ছিলেন কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার। চেয়ারম্যানের ওই কার্যক্রমে সাধারন মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
ওই ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর জানান, করোনা মহামারির কবলে কর্মহীন হয়ে পড়া পরিবার গুলে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন। সেইসব গরীব দুঃখী অসহায়, দিনমজুর, হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ২৫’শ টাকার সহায়তাটি সুষ্ট বন্টনেই তিনি তাদের নামের তালিকা ঝোলানোর পদক্ষেপ নেন। তিনি জানান, তার ইউনিয়নে মোট ৫শ ৪২ জন প্রধানমন্ত্রীর দেওয়া সহায়তা তালিকায় অন্তভূক্ত হয়েছেন। এবং ওই তালিকা চুড়ান্তকরনে কোন প্রকার আত্বীয়করন করা হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি নিজে উপস্থিত থেকেই ১ নং ওর্য়াডের তালিকা কুল্টিখালি বাজারে, ২ নং ওয়ার্ডের বলরামপুর বাজার, ৩ নং ওয়ার্ডে নিয়ামতপুর উত্তরপাড়া মসজিদ সংলগ্ন, ৪নং ওয়ার্ডের ফরাশপুর প্রথমিক বিদ্যালয়ে, ৫নং ওয়ার্ডে কচাতলা বাজার, ৬নং ওয়ার্ডে মহেশ^রচাঁদা পুরাতন বাজারে, ৭নং ওয়ার্ডে অনুপমপুর বাজারে তরিকুলের দোকানে, ৮নং ওয়ার্ডে চাপরাইল বাজারে ও ৯নং ওয়ার্ডে মল্লিকপুর বাজারে ওই নামের তালিকাটি টাঙ্গীয়ে দিয়েছেন। এছাড়াও সকল ওয়ার্ডের তালিকা ইউনিয়ন পরিষদেও টাঙ্গীয়ে দেয়া হয়েছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » মঠবাড়িয়ায় সরকারের একযুগ পূর্তিতে আ‘লীগের জনসভা
- » বাগেরহাটে আমাদের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- » ভেড়ীবাঁধ নির্মাণ বন্ধের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন
- » নাসিরনগরে অগ্নিকান্ডে দুটি ঘর পুড়ে ভষ্মীভূত
- » সাংসদের আমন্ত্রণে নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালকের নাসিরনগ পরিদর্শন
- » শপথ নিলেন দ্বিতীয় বারের রামগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র!!
- » ভোট কেন্দ্রে যেতে বাঁধা প্রদানের মধ্য দিয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন
- » বাগেরহাটে বিউটি পার্লার প্রশিক্ষনের সমাপনী অনুষ্টান অনুষ্ঠিত
- » বাগেরহাটে পুষ্টি উন্নয়নের লক্ষে সভা অনুষ্ঠিত
- » নওগাঁয় মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্কিষী পালিত