কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া মহল্লার কদম মৃধার দোতলা ভবনের ছাদ থেকে তড়িতাহত হয়ে নিচে পড়ে নিহত হয়েছেন বিদ্যুত মিস্ত্রি শাহজাহান আকন (৪৫)। শুক্রবার বেলা পৌনে দুই টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের ছেলে মো. সুমন জানান, আলহাজ কদম মৃধার ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর জখম হন তার বাবা। তাৎক্ষণিক কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এম্বুলেন্সে তোলার সময় মারা যান। স্থানীয়রা জানান, নিহত শাহজাহান ওই ভবনের ছাদে পানির ট্যাংকির বিদ্যুৎতের মর্টারে কাজ করছিলেন। তড়িতাহত হয়ে সেখান থেকে নিচে পড়ে যায়। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তিনি শুনেছেন। তবে কেউ কোন অভিযোগ দেয়নি।
কলাপাড়ায় অচেতন অবস্থায় অজ্ঞাত এক যুবক উদ্ধার।
কলাপাড়া প্রতিনিধি : কুয়াকাটাগামী মহাসড়কের পাশে হলদিবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছ থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত এক যুবককে (২৫) উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় চৌকিদার সাবের আহম্মেদ জানান, শুক্রবার সকাল আনুমানিক দশটার সময় তাকে উদ্ধার করেন। ওই যুবককে সড়কের পাশে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা চৌকিদারকে জানায়। দ্রুত তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। চিকিৎসক জেএইচ খান লেনিন জানান, অচেতন ওই যুবকের চিকিৎসা চলছে। চৌকিদার সাবের আহম্মেদ দাবি করছেন ওই যুবক হিন্দু সম্প্রদায়ের। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অজ্ঞাত অচেতন য্বুকের চিকিৎসা চলছে, জ্ঞান ফিরলে জানা যাবে তার কি হয়েছিল। তখন প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জলঢাকায় কাচাঁ সড়কটি পাকা হয়নি ৪৫ বছরেও
- » ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ি নিহত।
- » মঠবাড়িয়ায় চাঁদা না দেয়ায় ভাঙারী ব্যবসায়ীর গুদাম ঘরে অগ্নি সংযোগ ॥ থানায় জিডি
- » আশাশুনিতে প্রতিপক্ষ তুলসিগংদের হামলায় ফিরোজসহ রক্তাক্ত জখম-৪
- » মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলা করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ডাকাতি মামলা ॥ নিন্দার ঝড়
- » কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় বীনা ও রিংকু কাউন্সিলর পদে নির্বাচিত
- » তেঁতুলিয়ায় টাকা আত্মসাতে আওয়ামীলীগ নেতা তরিকুলসহ আরো ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা চলমান
- » মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা -সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার
- » ডুমুরিয়ায় অবৈধ বালু বেডের লবনাক্ত পানিতে হুমকির মুখে বোরো আবাদ
- » রাঙ্গাবালীর কোড়ালীয়া এ্যাডভেঞ্জার-১১ লঞ্চে হামলা ভাংচুর সহ আহাত একাধিক!