ডেস্ক রিপোর্ট : মাত্র ৩৪ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক, খুলনার ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ কাজী রিয়াজুল ইসলাম কাজল।বুধবার দিবাগত রাত ৩টায় যশোরে শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পথেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।বৃহস্পতিবার সকাল ৯টায় খুলনার খালিশপুর নিজ বাসার পাশে চরেরহাট মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, সতীর্থ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। তার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে খুলনার ক্রীড়াঙ্গনে।খুলনার ক্রীড়াঙ্গনের সদা হাস্যোজ্জ্বল মুখ ছিলেন কাজল। সর্বশেষ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে (আন্তঃজেলা ক্রিকেট) তার নেতৃত্বেই খেলে খুলনা। ঢাকা লীগেও নিয়মিত মুখ কাজল। সম্প্রতি ক্রিকেট প্রশিক্ষক হিসেবেও পথ চলা শুরু হয়েছিল তার।তিনি বয়রা তরুণ সংঘ ক্রিকেট একাডেমির প্রশিক্ষক। সর্বশেষ মৌসুমে অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে খুলনা জেলা দলের প্রশিক্ষক ছিলেন। যে দলটিকে শিরোপাও এনে দিয়েছিলেন তিনি।খুলনা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ও বয়রা তরুণ সংঘের সভাপতি শেখ হেমায়েত উল্লাহ জানান, রাতে শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় খাওয়ার পর সে অসুস্থ বোধ করে ও বুকে ব্যথা অনুভব করে। রাত ১২টার পরে অসুস্থ বেশি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাজল বেশ কিছুদিন ধরে অ্যাজমা আক্রান্ত ছিলেন। হাসপাতালে নেয়ার পর তাকে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানোর কথা বলেন সেখানকার চিকিৎসকেরা। কিন্তু পথেই তিনি মারা যান।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ভারত, পাকিস্তানের পর ইংল্যান্ডকে পেছনে ফেলল বাংলাদেশ
- » করোনা পরবর্তী প্রথম সিরিজ জয় করে নিল বাংলাদেশ
- » ঝিনাইদহ আন্তঃ উপজেলা হ্যান্ডবল টুর্নামেন্টে কালীগঞ্জ চ্যাম্পিয়ন
- » সাকিব-হাসানের বোলিং তোপে ১২২ রানে অলআউট উইন্ডিজ
- » গল টেস্টে শক্ত অবস্থানে ইংল্যান্ড
- » বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এস এম সুলতান একাদশ চ্যাম্পিয়ন
- » পাকিস্তান সুপার লিগের নিলামে ছয় বাংলাদেশি
- » আইসিসির ভুলে টেস্ট র্যাংকিংয়ে আফগানিস্তানের নিচে বাংলাদেশ!
- » মি. ওয়ার্ল্ড খ্যাত বডিবিল্ডার রনজিৎ চন্দ্র সরকার এবারো মি. বাংলাদেশ-২০২০ শিরোপা অর্জন করেছে
- » ২০২১ সালের বিশ্বকাপ বাতিল