মোস্তফা মহসিন,(নোয়াখালী) : নোয়াখালীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।মানা হচ্ছেনা লকডাউন ও সামাজিক দৃরত্ব বজায় রাখার নিয়ম।গত ২৪ ঘন্টায় আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এপর্যন্ত ৪৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। জেলায় মারা গেছে এ পর্যন্ত ১০ জন। এপর্যন্ত ৪৩ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনীসহ বিভিন্ন হাটবাজারে বেড়েছে জনসমাগম।বিশেষ করে জেলার গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে জনসমাগম বেশী। নোয়াখালীতে সবচেয়ে বেশী করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা। এ উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ২২৬জন। যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই চৌমুহনী পৌরসভার বাসিন্দাএবং নতুন শনাক্ত হওয়া ব্যাক্তিদের বেশীর ভাগই চৌমুহনী বাজারের ব্যাবসায়ী। করোনা ভাইরাসের সংক্রমন হার বেড়ে যাওয়ায় জেলাজুড়ে দ্বিতীয় দফার কঠোর লকডাউন চলছে। এর মধ্যে চৌমুহনী শহরকে রেডজোন হিসেবে ঘোষনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। এদিকে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়াই রাস্তাঘাটে ও হাটবাজারে চলাচল করছে অনেকেই। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস সৃত্র জানায়, নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় আরও ২৯জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ৪৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ,ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছে।যার মধ্যে জেলায় মারা গেছে এ পর্যন্ত ১০ জন। জেলায় আক্রান্ত ৪৫৬ জনের মধ্যে বেগমগঞ্জে ২২৬ জন, সদরে ৭১ জন, সোনাইমুড়িতে ২৮জন, হাতিয়ায় ৬ জন, সেনবাগে ১৩ জন, চাটখিলে ৩০ জন, কবিরহাটে ৬০ জন, কোম্পানীগঞ্জ উপজেলায় ৭জন ও সুবর্নচর উপজেলায় ১৫জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ১০ জন, সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন ৪৩ জন। জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. মোমিনুর রহমান বৃহস্পতিবার সকালে জানান, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর,সর্দি ও কাশিতে ভুগছিল।গত ২৫,২৬ ও ২৭ মে নমুনা সংগ্রহ করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় ২৯জনের শরীরে করোনা শনাক্ত হয় এনিয়ে জেলায় মোট ৪৫৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৩৮৮জন।বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা অশিম কুমার দাশ জানান, নতুন শনাক্ত ২জন সহ বেগমগঞ্জ উপজেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা এখন ২২৬জন। যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই চৌমুহনী পৌরসভার বাসিন্দাএবং শনাক্ত হওয়া ব্যাক্তিদের বেশীর ভাগই চৌমুহনী বাজারের ব্যবসায়ী।এটা খুবই উদ্বেগ ও আতংকের বিষয় বলে উল্লেখ করেন ওই স্বাস্থ্য কর্মকর্তা।বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম বলেন, সনাক্তদের মধ্যে উপজেলা প্রশাসনের কর্মরত চতুর্থ শ্রেনীর এক কর্মচারী ও বেগমগঞ্জ মডেল থানার এক পুলিশ সদস্য রয়েছে।বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী জানান, চৌমুহনী পুলিশ ফাঁড়ির কর্মরত ২০জন সদস্যের মধ্যে ১০জন পুলিশ সদস্যই করোনায় আক্রান্ত হয়েছেন।সংক্রমন ছড়িয়ে পড়ায় বর্তমানে চৌমুহনী পুলিশ ফাঁড়ির কার্যক্রম সাময়িক বন্ধ রেখে আপাতত বেগমগঞ্জ মডেল থানা থেকে কার্যক্রম তদারকি করা হচ্ছে।আক্রান্ত পুলিশ সদস্যদের বিভিন্ন ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা টিকা এসেছে : তাপস
- » আমাদের রাজনীতিটা বিত্তের কাছে বিক্রি করতে পারি না : তথ্যমন্ত্রী
- » সুন্দরগঞ্জে ২শ’৭২ পরিবারে জমিসহ গৃহ হস্তান্তর
- » বাগেরহাটে ১৯টি হরিণের চামড়াসহ আটক -২
- » গৃহহীন পরিবারকে ঘর দিতে পারছি, এটি আমার সবচেয়ে আনন্দের : প্রধানমন্ত্রী
- » নাসিরনগরে সরকারী ১৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার।
- » নাসিরনগরে গ্রেপ্তারী পরোয়ানার আসামী পালিয়ে বিদেশ যাওয়ার চেষ্ঠা ব্যর্থ
- » জামালপুরের ইসলামপুরে ভুয়া মুক্তিযোদ্ধা সন্তান ও ভুয়া সনদধারী শহিদুল্লাহ গ্রেপ্তার
- » কালীগঞ্জের গ্রামীণ সড়ক অবৈধ ট্রলি ট্রাক্টরের দখলে অতিষ্ঠ পথযাত্রি
- » বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের চেয়ারম্যানের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন