মীর জেসান হোসেন তৃপ্তী পাইকগাছা খুলনা থেকে : পাইকগাছার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান এস,এম, এনামুল হক অবশেষে দেলুটি ইউনিয়নের কালিনগর ভাঙ্গন কবলিত এলাকায় ভেড়ীবাঁধ নির্মান করতে সক্ষম হয়েছেন। স্থানীয় লোকজন ২বার স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মান করলে ও তা পূনরায় ভেঙ্গে প্লাবিত হয়। ভবিষ্যৎ আসার আলো না দেখে যখন অত্র এলাকার লোকজন অন্ধকারে ছায়া দেখতে পায়।তখন পার্শ্ববর্তী ইউনিয়ন সোলাদানার চেয়ারম্যান এস এম এনামুল হক মঙ্গলবার সকালে তার ইউনিয়ন থেকে ৫শ লোক নিয়ে এবং অত্রাঞ্চলের হাজার হাজার লোকের সহযোগীতায় বাঁধ বাঁধতে শুরু করেন।। তিনি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিজেই বাঁধ বাঁধার নেতৃত্ব দিয়ে এ বাঁধ সমাপ্ত করেন। উল্লেখ্য, ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে ২২নং পোল্ডারের বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ক্ষতি হয় কৃষি জমি, ঘর-বাড়ী। ভাঙ্গন কবলিত কালিনগরে বিকল্প দু’দফা ২হাজার লোক স্বেচ্ছাশ্রমে বাঁধ দিলেও তা শেষ রক্ষা হয়নি। এদিকে এলাকায় মানুষের দুর্বিসহ জীবন যাপনে এগিয়ে এসেছে পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান এস,এম, এনামুল হক তার ইউনিয়ন থেকে ৫শ লোক নিয়ে নিজেই নেতৃত্ব দিয়ে বাঁধটি সমাপ্ত করেছেন। এ সময় রান্না করা ৫ ডেগ খিচুড়ী তাদেরকে খাওয়ান। চেয়ারম্যান এস,এম, এনামুল হক জানান, যেহেতু ক্ষতিগ্রস্থ এ ইউনিয়নটি আমার ইউনিয়নের পাশে অবস্থিত। তাদের দুর্বিসহ জীবন-যাপন দেখে আমি খুবই মর্মাহত। দুবার বাঁধ দিলেও রাখতে নাপারায় অামি বিবেকের তাড়নায় এগিয়ে এসে নিজ খরজে ৫শ লোক নিয়ে বাঁধ বেঁধে দিয়েছি।এ সময় উপস্থিত ছিলেন, দ্রিজেন, মন্ডল, ইউপি সদস্য সুপদ রায়, বিশ্বজিৎ মন্ডল, অাশিষ হালদার,নিরাপদ কবিরাজ,ডালিম রায়, রামটিকাদার, প্রশান্ত, উত্তম,। স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, ছোটভাই চেয়ারম্যান আমার ইউনিয়ানের পানিবন্ধি মানুষকে বাঁচাতে সাহার্য্যর হাত বাড়িয়ে দিয়েছে। অমি তার ঋন কোনদিন শোধ করতে পারবোনা।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরে অভিযানে ২য় দিনে গুড়িয়ে দেওয়া হলো ১০ টি অবৈধ ইটভাটা
- » ঝিনাইদহে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- » শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
- » রামগঞ্জ পৌরসভা নির্বাচন প্রচার-প্রচারণায় এগিয়ে আ.লীগ!!
- » পায়রা বন্দরের ৭৫ কিমি দীর্ঘ রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বজায় রাখতে জরুরি রক্ষণাবেক্ষন ড্রেজিং উদ্বোধন
- » মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রে যাচ্ছে ইভিএম, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী
- » নাসিরনগর গোয়ালনগরে মোটর সাইকেল চালকদের কাছে অসহায় এলাকাবাসী
- » জামালপুরের সরিষাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ হারালো চাচা ভাতিজা
- » কালীগঞ্জে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে জনগনের অকল্যাণ করে রাতারাতি উধাও ”জনকল্যাণ ফাউন্ডেশন
- » সরকারি নির্দেশনা মানছে না কালীগঞ্জ ডক্টর’স প্রাইভেট হাসপাতাল অজ্ঞান ডাক্তার ছাড়াই চলছে অপারেশন