ভান্ডারিয়া অফিসঃ স্বাধীনতার মুখপত্র দৈনিক ইত্তেফাক পত্রিকার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সংবাদদাতা কাজী ফজলুর রহমানের কবর জিয়ারত এবং মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাতে অংশ নিলেন পিরোজপুর, বরিশাল, ঝালকাঠী, বরগুনা, বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত দৈনিক ইত্তেফাকের সাংবাদিকগণ। আজ (২৬মে) বুধবার দুপুরে মরহুমের গ্রামের বাড়ি পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামে পারিবারিক কবরস্থানে ছোট ভাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার ফুল বাড়িয়ায় পুলিশের ট্রাক চাঁপায় শাহাদাৎ বরণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ কাজী দেলোয়ারের কবরের পাশে চির নিদ্রায় শায়িত তার মেঝ ভাই মরহুম কাজী ফজলুর রহমানের কবর জিয়ারতে পিরোজপুর জেলা অফিস প্রধান এবং দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. নাসিম আলি,বরিশাল বিভাগীয় ব্যুরো মো. শাহিন হাফিজ, ঝালকাঠী জেলা প্রতিনিধি মো. শৈকত,বাগেরহাট জেলার মোংলা প্রতিনিধি মো. দুলাল,বরগুনা জেলার বেতাগী উপজেলা প্রতিনিধি মো. মাসুদ,পিরোজপুরের কাউখালী উপজেলা প্রতিনিধি রবিউল হাসান রবিন,ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি আহাদ শিমুল,মঠবাড়িয়া প্রতিনিধি জামান আবির,ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রতিনিধি মো. হালিমুর রহমান হালিম,ইত্তেফাকের পিরোজপুর অফিস ফটোগ্রাফার কে এফ হুমায়উন কবির, বরিশাল বিভাগীয় ফটো গ্রাফার্স মো. ফারুক লিটু। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইত্তেফাকের পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি আহাদ শিমুল। এসময় মরহুমের সেঝ ভাই অবসরপাপ্ত উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আলহাজ্ব কাজী হাবিবুর রহমান, মরহুমের বড় ছেলে আরিফুর রহমান সবুজ কাজী, ছোট ছেলে রেজউর রহমান সজিব কাজী, দৈনিক মতবাদের স্টাফ রিপোর্টার শঙ্কর জীৎ সমদ্দার,দৈনিক যুগান্তরের ভা-ারিয়া উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মিলন, ডেইলি অভজারভারের রিয়াজ মাহাম্মুদ মিঠু,ভা-ারিয়া উপজেলা বিভিন্ন পত্রিকার বিপনন কর্মী এমাদুল হক নবীন ছাড়াও স্থানীয় সমাজসেবিগণ দোয়ায় শরিক হন। এর পূর্বে উপরোক্ত সাংবাদিকগণ ভা-ারিয়া উপজেলার এই জেষ্ঠ্য সাংবাদিকের প্রয়াণে শোকাহত পরিবারে কিছুক্ষণ পরিবারের সদস্যগণকে সমবেদনা জানান। প্রসঙ্গত; গতরোববার (২৪মে) সকালে কাজী ফজলুর রহমান ঢাকার সাভারে এনাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এবং ওই দিন বাদ এশা তার প্রতিষ্ঠিত শহীদ কাজী দেলোয়ার এতিমখানা ও শিশু নিবাস মাঠে নামাজে জানাজা শেষে রাত সাড়ে নয়টার দিকে পারিবারিক বকরস্থানে দাফন করা হয়।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত
- » বিরল উপজেলা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর শীত বস্ত্র বিতরণ
- » সাগরদাঁড়ীতে মধুমেলা উদযাপন উপলক্ষে যশোরে প্রস্ততি সভা অনুষ্ঠিত
- » সাংবাদিক-মুক্তিযেদ্ধা আবু সাঈদ খানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন
- » কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
- » কালীগঞ্জ ইমারত শ্রমিকদের ভোট অনুষ্ঠিত
- » কালীগঞ্জে জেলা পরিষদের পক্ষ থেকে মসজিদ উন্নয়নের টাকা জমিদানকারীর হাতেই তুলে দেয়া হলো
- » মোংলায় বিএনপির মেয়র প্রার্থীর ৫৬ দফা ইশতিহার ঘোষণা
- » ষাটগম্বুজের ঘোড়া দীঘিতে ৫২টি সুন্ধি কচ্ছপ অবমুক্ত
- » ঝিনাইদহে ‘ভরসার নতুন জানালা’ উদ্যোক্তা কৃষক সম্মেলন অনুষ্ঠিত